আমি কথা কম কাজ বেশী তে বিশ্বাসী। বুয়েটে পড়াকালীন সময়ে একজন টিচার বলেছিলেন, বাংলাদেশে সব সেক্টরে দুর্নীতি ডুকে পরলেও ৩টি জায়গায় এখনও কোন দুর্নীতি ডুকে পরেনি। সময়টা ছিল ২০০৫। সেক্টর ৩টি হলঃ
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
কারন, তখন পর্যন্ত কোন ভুয়া ছাত্র ধরা পরে নাই সেখানে। আমরা সবাই জানি ২০০৭ থেকে বেশ কিছু ভুয়া ছাত্র নিয়ে বিব্রতকর অবস্থায় পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২। বুয়েট -এর ভর্তি পরীক্ষা। ভাগ্য এখনও সহায় আছে বলে মনে হচ্ছে, বুয়েট-এ এখনও ও রকম কিছু ঘটে নাই ভুয়া ছাত্র নিয়ে অথবা ভর্তি পরীক্ষা- র প্রশ্নপত্র ফাঁস নিয়ে।
জানি না, এটা র বলতে পারব কিনা এই সরকার আবারো ক্ষমতায় আসলে।
৩। বুয়েট- এর শিক্ষক নিয়োগ। এটা তে কোন দুর্নীতি -র দ-ও খুঁজে পায় নি কেউ এতদিন। একটা কথা প্রচলিত আছে, আওয়ামী লীগ হল সন্ত্রাসের জনক আর বি এন পি হল দুর্নীতি- র জনক।
সেই বি এন পি কে পিছনে ফেলে এখন এই সরকারের আমলেই বুয়েট-এর ইতিহাসের সবচেয়ে বড় বড় দুর্নীতি -র ঘটনা ঘটল।
এই সরকারের আমলে যেই উপাচর্য কে নিয়োগ দেয়া হইছে, তার কার্যকলাপে তাকে একজন বুয়েটিয়ান বলে মনে হচ্ছে না। সেই উপাচর্য কি করল? শুনবেন? তিনি উপ-উপাচর্য পদ তৈরি করে কুয়েট থেকে বহিস্কার প্রাপ্ত এক জুনিয়র শিক্ষক কে নিয়োগ দিলেন। এই নিয়োগ দেয়া টা কি সহ্য করার মত? যেখানে বহু সিনিয়র শিক্ষক আছেন, যারা অনেক অনেক বেশী কোয়ালিটি সম্পন্ন। কেন দিলেন? কারন তার আছে বঙ্গবন্ধুর আশীর্বাদ।
যারা প্রকৃত পক্ষে বঙ্গবন্ধু কে ভালবাসেন, তারাও কি তার নামে এই রকম অপকর্ম করতে পারে? বঙ্গবন্ধুর আদর্শকে অসম্মান করতে পারে?
আবার এই সরকারের আমলেই এই উপাচর্য -ই একজন ডিপ্লোমা ডিগ্রী ধারী লোক কে রেজিস্টার হিসেবে নিয়োগ দিল। আমারা জানি, এই রেজিস্টার পদ টা কত টা সম্মানের পদ। এই পদ ধারী-র সাক্ষর -ই থাকবে তার আমলে ইস্যু কৃত সকল সার্টিফিকেট- এ। একজন বি এস সি ইঞ্জিনিয়ার -এর সার্টিফিকেট দিবে একজন ডিপ্লোমা ডিগ্রী ধারী লোক। এটা কি শুধুই আমাদের কপালের ভাগ্য???
এই সরকারের আমলেই ঘটল, ছাত্র দের মাঝে কোপাকপি।
কমপক্ষে ৪ টি ঘটনা ঘটছে যেখানে ছাত্র লীগ একজন ছাত্র ইউনিয়ন -এর সমর্থক ছাত্র কে কুপিয়েছে, উপর তলা থেকে ফেলে দিয়েছে। আর শিবির কে যে প্রতি নিয়ত অত্যাচার করে, সেটা না হয় বাদ-ই দিলাম। কিছু দিন আগে এক সিনিয়র কে মেরে পঙ্গু করে হাস্পাতালে পাথিয়েছে কে? ছাত্রদল? ছাত্র শিবির? নাকি ছাত্র ইউনিয়ন? ছাত্র লীগ -এর সোনার ছেলে রা। আমি এখানে ছাত্র লীগ কে বাঁশ দিতে বসি নাই। রাজনীতির আবর্তে পরে অসহায় বুয়েট এর অবস্থা বলছি মাত্র।
আমি এখনও আসল আরো কিছু ঘটনা বলি-ই নি। যদি ইচ্ছা হয় নিচের লিঙ্ক থেকে পরে নেন। এটা বুয়েট-এর ওয়েব সাইট থেকে পাওয়া। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখন উঠে আসছে। পড়ুন ......
View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।