সামুর মডারেশন বোর্ডে ক্লিয়ারেশন থাকা দরকার। একটা পোস্ট দিয়াছিলাম । বলেছিলাম যে, বাংলাদেশী হওয়ার কারনে যদি সাকিব বাদ পড়ে তবে তামিমও বাদ যাবে। নচেত এই দুইজনের বাদ যাওয়া বিশেষত সাকিবের বাদ যাওয়ার অন্য কোনোই কারন নেই।
এমনকি সিধুও নাকি সমালোচনা করেছে সাকিবকে না নেওয়াতে ।
আমার সেই পোস্টে এক ব্লগার মন্তব্যে লিখেছেন যে, চিন্তা করেন আজ শেন ওয়াটসন যদি রাজস্থান রয়ালসে থাকত তবে তাকে জীবনেও বসিয়ে রাখত? অথচ অলরাউন্ডার র্যাংকিয়ে শেন ওয়াটসন সাকিবের নিচে।
আসলে সব কিছু কিন্তু একদিকেই ইন্গিত করে। এশিয়া কাপে বাংলাদেশের কাছে লাথি খাওয়া ভারতীয়রা এখন তাদের রাগ ঝাড়ছে আমাদেরকে অপমান করানোর মাধ্যমে।
আর আমাদের যেহেতু বিপিএল আছে, অতএব আইপিএল অবশ্যই বর্জন করা উচিত। কারন যেখানে না নেওয়ার একমাত্র অপরাধ বাংলাদেশী ,সে খানে খেলা মানে তো প্রেস্টিজের ব্যাপার স্যাপার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।