সাঁইত্রিশ বছর আগে
ঘর ছেড়েছিল যেদিন
নিজের মৃত্যু পরোয়ানায়
সেদিন তো সে স্বাক্ষর করেই এসেছিল।
তাই আজ কোন শোকগীত নয়
আজ শপথ নেয়ার দিন।
প্রতিটি হত্যার বদলা আমরা নিয়েছি
এই হত্যার বদলাও আমরা নেব।
শ্যাম,মূরলী,মহেশ হত্যার
ঠিক এক বছর পর
জনগনের গেরিলাসেনা গড়ে
বদলা নিয়েছিলাম
আর শুকিয়ে গিয়েছিল তোমাদের মুখ।
বেম্পুতাপু সত্যম,আদিভট্টালা কৈলাশম হত্যার সঙ্গে
শেষ হয়ে গেছে শ্রীকাকুলমের সংগ্রাম ভেবে
পৈশাচিক হাঁসি হেঁসেছিলে তোমরা
অন্ধ্র ওড়িশা সীমান্ত অঞ্চল পেরিয়ে
বিপ্লবী আন্দোলনকে ছড়িয়ে দিয়ে
সেই রক্তের ঋন শোধ করতে
লেগেছিল পঁচিশ বছর।
লালগড় আন্দোলনের বহ্নিশিখা
জঙ্গলমহলে ছড়িয়ে দিয়ে
চারু মজুমদার সরোজ দত্ত
হত্যার বদলা নিতে লাগল চার দশক।
যেখানে যেখানে পড়েছে
শহীদদের রক্ত সে জমি আমাদের
জনগনের বিরুদ্ধে তোমাদের বর্বরতম যুদ্ধও
ঠেকাতে পারেনি তা
জেলায় জেলায় ছড়িয়েছে আমাদের স্বপ্ন।
প্রতিটি সংগ্রামী এলাকায়
কুচকাওয়াজ করবে গেরিলা সেনা
তোমার জ্বলন্ত চিতার রক্তশিখার কাছে
আমাদের শপথ
তোমার হত্যার বদলা আমরা নেব
তোমার অসমাপ্ত কাজ পুরো করে।
নোট:এই কবিতাটি উৎস পাবলিশার্স থেকে প্রাকাশিত ভারতের মাওবাদী তিন নেতার সাক্ষাতকার(গণপতি,কিষাণ,আজাদ) বই থেকে সংগৃহিত। কবিতাটির লেখক কাঞ্চন কুমার ভারতের মাওবাদী আন্দোলনের নেতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।