Jackle of all trades, master of none. প্রথমে বলে রাখি কোন পিটিসি সাইট নিয়ে আমি লিখতে আসিনি। যারা এ্যাড এ ক্লিক করে বড়লোক হবার স্বপ্ন দেখে তারা আমার লিখা পড়ে সন্তুষ্ট নাও হতে পারেন। আজ আমি লিখতে বসেছি microworkers.com নিয়ে। এটি একটি বিশ্বস্ত সাইট যেখানে অনেক ছোট ছোট কাজ করতে দেয়া হয়, যে কাজ গুলো করতে বড়জোড় ৫/৬ মিনিট লাগে। এই কাজগুলো করে প্রতিটি কাজের জন্য ০৫ সেন্ট/১০ সেন্ট থেকে শুরু করে ২/৩ ডলার পর্যন্ত পা্ওয়া যায়। এবং ০৯ ডলার জমা হলেই সাইট থেকে ডলার উঠানো যায় Alertpay একাউন্টের মাধ্যমে। কাজগুলো খুবই সহজ যেমন- কারো Facebook পেইজ এ লাইক দেয়া, কোন ছবিকে ভোট দেয়া, কারো টুইটারএ টুইট দেয়া বা কোন ওয়েব সাইটে সাইন আপ করা ইত্যাদি। আমি প্রথম থেকে একাউন্ট খোলা, কাজ করা এবং টাকা উত্তোলন পদ্ধতিসহ সব আস্তে লিখব.......যদি কারো আগ্রহ থেকে থাকে। আগ্রহ থাকলে কমেন্ট করে জানান......আমি কয়েক কিস্তিতে পুরো লিখাটি প্রকাশ করব। - ধন্যবাদ http://www.bdsell.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।