সাহিত্য লেখক ও মোর বলদা পোলা
তোরা সবাই রাঙ্গা মূলা?
নদীর দিকে চাইয়া দ্যাখ তোর
মায়ের ভাষে ভ্যালা। ।
ডাইনী মায়ের ধোকা ভ্যালায় ভইরা পাকা ধান
বোমার উপর শুইয়া শুইয়া
গাইছ ওদের গান।
তোর নিজের মায়ের কষ্ট দ্যাইখ্যা
মুখে মারছ তালা। ।
নিজের পোলা পাঠাই দিয়া
লণ্ডণ আমেরিকা
গুল্লির সামনে পাঠাই দিয়া
তোগে দিছে ধোকা।
তোর মকরূম চাচায় আল্লার নামে
তোগে করছে চ্যালা। ।
অল্প বয়সে লাশ হইয়া
ফিররা আইছো ঘরে
হুদু হুদি পরের স্বার্থে
কেডা এমন মরে ?
তোগে মাইররা হ্যাগো পোথ
করছে হ্যারি জলা। ।
।
(বরিশালের ভাষায় লেখা_ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।