আমাদের কথা খুঁজে নিন

   

নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধ - কার নির্দেশ ?

"ব্যক্তি ও বাক-স্বাধীনতার নামে সকল বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণসহ সকল বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে। " ----আর এটা তো ফেজতের দাবি না, আমাদের কুরআনের নির্দেশনা । আমাদের কি আল-কুরআনের নির্দেশ মানা উচিৎ না ? নারী পুরুষ একসঙ্গে অবশ্যই কাজ করতে পারবে কিন্তু যথাযত পর্দার মাধ্যমে । আর এইখানে তো নারীরা কাজ করতে পারবে না এমন কিছু বলাও হয় নায়, বলা হয়েছে অবাধ মেলামেশার কথা। মানে, যাটা আমি আমার ভার্সিটিতে প্রতিদিন দেখি, সেটার কথা।

সেটা কি ভালো ? আমাদেরও তো বিয়ে হবে, আল্লাহ রহমতে কন্যা সন্তানও হতে পারে । তখন যদি আমাদের wife ও কন্যারা পরপুরুষের সাথে অবাধ মেলামেশা করে, তখন সেটা কি আমাদের দেখতে ভালো লাগবে । আমি মনে প্রানে বিশ্বাস করি করি আল-কুরানের নির্দেশের চেয়ে এই দুনিয়ার আর কোন ভাল নির্দেশনা নাই, তাই এই দাবি গুলা শুধু ফেহাযত কেন করবে ?, আমাদের সবারইতো করা উচিৎ । আর এই দাবী না করতে পারলেও মুসলমান হয়ে এর বিরধিতা বা ব্যাঙ্গ করবেন না । আর যদি করেনই তাহলে দয়া করে নিজেকে আর মুসলমান পরিচয় দিবেন না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।