অসাম্প্রদায়িক চেতনা ও কবিতার মানুষ লিওনার্দো দা ভিঞ্চি ভিঞ্চি(এপ্রিল ১৫, ১৪৫২ - মে ২, ১৫১৯) , পূর্ণ নাম Leonardo di ser Piero da Vinci লেওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি)। লিওনার্দোর জন্ম হয়েছিল ১৪৫২ সারের ১৫ এপ্রিল রাত্রি ত্রিপ্রহরে। তুসকান এর পাহাড়ি এলাকা ভিঞ্চি তে, আর্নো নদীর ভাটি অঞ্চলে। তিনি ছিলেন ফ্লোরেন্সের এক নোটারী পিয়েরে দ্য ভিঞ্চির এবং এক গ্রাম্য মহিলা ক্যাটরিনার অবৈধ সন্তান । তাঁর মা সম্ভবত মধ্যপ্রাচ্য থেকে আগত দাসী ছিলেন।
আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে লিওনার্দোর নামে কোন বংশ পদবী ছিল না। “দ্য ভিঞ্চি” দিয়ে বোঝায় তিনি এসেছেন ভিঞ্চি নগরী থেকে। তাঁর পুরো নাম “লেওনার্দো দাই সের পিয়েরো দা ভিঞ্চি” এর অর্থ হল পিয়েরোর পুত্র লিওনার্দো এবং সে জন্মেছে ভিঞ্চিতে।
ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। বহুমুখী প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত- ভাস্কর, স্হপতি, সংগীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক।
লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চী নগরের এক গ্রামে, । ১৪৬৯ সালে রেনেসাঁসের অপর বিশিষ্ট শিল্পী ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের সূচনা। ১৪৭২ সালে তিনি চিত্রশিল্পীদের গীল্ডে ভর্তি হন ।
১৪৭৮ সাল থেকে ১৫১৬-১৭ এবং ১৫১৯ সাল অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত গির্জা ও রাজপ্রাসাদের দেয়ালে চিত্রাঙ্কন এবং রাজকীয় ব্যাক্তিবর্গের ভাস্কর্য নির্মাণের পাশাপাশি বেসামরিক ও সামরিক প্রকৌশলী হিসাবে বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান জ্ঞানের প্রয়োগ, অঙ্গব্যাবচ্ছেদবিদ্যা, জীববিদ্যা, গণিত ও পদার্থবিদ্যার মত বিচিত্র সব বিষয়ের ক্ষেত্রেতিনি মৌলিক উদ্ভাবনী শক্তির পরিচয় দেন।
১৪৬৬ সালে লিওনার্দোর বয়স যখন ১৪, তখন তিনি ভ্যারিচ্চিও (Verrocchio)-র কাছে শিক্ষানবীশ হিসেবে যোগ দেন।
ভ্যারিচ্চিও-র পুরো নাম “আন্দ্রে দাই সায়ন”, তিনি ছলেন সে সময়ের একজন সফল চিত্রকর। ভ্যারিচ্চিও-র কর্মস্থলে তৎকালীন গুণী মানুষদের সমাগম হত। তাদের মধে অন্যতম হলেন গিরল্যান্ডিও (Ghirlandaio), পেরুগন (Perugino), লরেঞ্জো দাই ক্রিডি (Lorenzo di Credi)।
এখানে কাজ করে লিওনার্দো হাতে কলমে প্রচুর কারিগরি জ্ঞানার্জন করেছিলেন। তার সুযোগ হয়েছিল কারুকার্য, রসায়ন, ধাতুবিদ্যা, ধাতু দিয়ে বিভিন্ন জিনিস বানানো, প্রাস্টার কাস্টিং, চামড়া দিয়ে বিভিন্ন জিনিস বানানো, গতিবিদ্যা এবং কাঠের কাজ ইত্যাদি শেখার।
তিনি আরও শিখেছিলেন দৃষ্টিনন্দন নকশাকরা, ছবি আঁকা, ভাস্কর্য তৈরি এবং মডেলিং। ভ্যারিচ্চিও বেশ কয়েকটি কাজে লিওনার্দো মডেল হিসেবে ছিলেন। যেমন- “ডেভিড” চরিত্রে “দি বার্জেলো” ( Bargello) নামক ব্রোঞ্জ মূর্তিতে, “আর্চঅ্যাঞ্জেল মাইকেল” হিসেবে “টোবিস এন্ড অ্যাঞ্জেল“(Tobias and the Angel) এ।
১৪৭২ সালে ২০ বছর বয়সে লিওনার্দো “গিল্ড অব সেন্ট লুক” এর পরিচালক হবার য্যোগ্যতা অর্জন করেন। এটি চিকিৎসক এবং চিত্রকরদের একটি সংঘ্য।
আনুমানিক ১৪৮২ সালে তিনি মিলান গমন করেন । লিওনার্দো ১৪৮২ থেকে ১৪৯৯ সালের মধ্যবর্তী সময়ে মিলানে কাজ করেছেন। ১৪৯৩ থেকে ১৪৯৫ এর মধ্যে তার অধিনস্তদের মাঝে ক্যাটরিনা নামে এক মহিলার নাম পাওয়া যায়। ১৪৯৫ সালে এ মহিলাটি মারা যান। সে সময় তার শেষকৃত্যের খরচ দেখে ধারণা করা হয় তিনি ছিলেন লিওনার্দোর মা।
আনুমানিক ১৫০০ সালে তিনি ফ্লোরেন্স ফিরে আসেন এবং সামরিক বিভাগে প্রকৌশলী পদে নিয়োগ লাভ করেন। এই সময়েই তিনি তাঁর বিশ্বখ্যাত চিত্রকর্ম মোনালিসা অঙ্কন করেন। জীবনের শেষ কাল তিনি ফ্রান্সএ কাটান।
১)“ব্যাপ্টিজম অব ক্রাইস্ট
২) প্রথম আকা ছবি
৩) দ্যা বেনইস মেডওনা
৪) দ্যা বেনইস মেডওনা স্কেচ ১৪৮১ খ্রি
৫) সেনট জেরমে , ২৯ বছর বয়সে আকেন
৬) দ্যা এডোরেশন অফ দ্যা ম্যাগি
৭) লিওনারদের বাদ্যযন্ত্র ১৪৮২ , রুপার তৈরি -
৮) ১৪৮২ তে প্রথম কাজ পান । ডাচেস অফ মিলানের জন্য বাথ রুম এ গরম পানি ও নিষ্কাশনের
৯) ডিউক অফ মিলান কে লেখা চিঠি
১০) ভার্জিন অফ দ্যা রক্স
১১) পোর্টট্রেট অফ সিসিলিয়া গেলেরানি - ডাচেস অফ মিলানের ছাবি
১২) ১৪৯২ তে আকা ৪০ বছর বয়সে - ভিটড়ু ভেইন ম্যান
পরিপূর্ণ মানব দেহ
১৩)১৪৯৫ তে রোবট নাইট নকশা করেন-
১৪) দ্যা লাস্ট সাপার স্কেচ
১৫) আর্কিটেকচার ডোম ডিজাইন-মিলান ক্যাথিড্রাল
১৬) ১৪৯৬ টেস্ট ফ্লাইট , আজকের হেলিকপ্টারের ধারনা এ থেকেই
আরও কিছু ছবি আকাশে উড়ার যন্ত্র
১৭) লাস্ট সাপার - শেষ- ১৪৯৮ বয়স ৪৬
১৮) পানির নিচে -ডুবুরি সৈন্য
ভিঞ্চির সমর অস্ত্র
ভিঞ্চির আকা ট্যাংকের মডেল -আজকের আধুনিক ট্যাঙ্ক
১৯) ম্যাডোনা এন্ড হার চাইল্ড ১৫০১- বয়স ৪৯
২০) ম্যাপ অফ ইমলিয়া ১৫০২-৫০ বছর পূর্ণ
২১) ওয়ার ফেয়ার ডিসাইন- ১৫০২
২২) ভারজিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট জন দ্যা ব্যাপটিস্ট
২৩) ইরিগেশন ট্র্যাক্ট অফ ল্যানড -
ওয়াটার লিফটিং
২৪) ১৫০৩- মোনালিসা আকেন , ৫১ বছর
আরেকটি ছবি এতে ইটালিয়ান মুখাবয়ব স্পষ্ট
২৫) বিড়ালের স্কেচ ও স্বভাব পর্যবেক্ষণ
২৬) মানুসের এনাটমি-
আরও ছবি
২৭) ১৫০৮ লিডা অ্যান্ড দ্যা সোয়ান
২৮) ইউনিভারসিটি অফ পাবিয়া দেল্লা টরে' কে হাত একে দেন
২৯) এনাটমি অফ আঃ প্রেগন্যান্ট মাদার-১৫১০
৩০)এনাটমি অফ আন ওল্ড ম্যান
ভিঞ্চির নিজের আকা নিজের অবয়ব
৩১) ১৫১৯,২রা মে -মারা যান ৬৭ বছর বয়সে
পৃথিবীর ইতিহাসে এমন ক্ষণজন্মা পুরুষ কম , ৪৮৮ বছর আগে তিনি রেখে গেছেন অগণিত আধুনিক চিন্তা ।
তাকে আজও মানুষ স্মরণ করে ।
ধন্যবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।