আমাদের কথা খুঁজে নিন

   

গান: শঙ্খনীল বৃষ্টি থেকে মন ঝরছে

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই হাতা গুটিয়ে লাফাতে গিয়ে যেই ইটে পা পড়েছে পকেটের এক খুচরো আধুলি গড়িয়ে পানিতে পড়েছে হারিয়ে গেল সেলাই ছিঁড়ে শাপলা ধানের নিকেল বাড়ি ফিরে কাঁথা মুড়িয়ে দুপুর থেকে বিকেল দিন ঝরছে আমার দিন ঝরছে শঙ্খনীল বৃষ্টি থেকে মন ঝরছে বটের নিচে ফুলের দোকান ভিজছে গোলাপ পাতা বইয়ের দোকানে আটকে ছিল স্কুল পড়ুয়ার খাতা রুদ্ধ শহরে আঁটকে গিয়ে বেড়ে গেছে স্মৃতিচারী হঠাৎ দূরে রিক্সা এলে লেগে গেছে কাড়া কাড়ি দিন ঝরছে আমার দিন ঝরছে শঙ্খনীল বৃষ্টি থেকে মন ঝরছে জুতো খুলে পাপোষে পা ঘষে দরজাতে যেই ঢুকেছি নষ্ট বাঁচাতে কাচের ডায়াল তোয়ালেতে মুছে নিয়েছি হাতের কব্জি আঁকড়ে আছে বাবার পুরনো ঘড়ি হারিয়ে যাওয়া বন্ধু স্বজন তোমাদের মনে করি দিন ঝরছে আমার দিন ঝরছে শঙ্খনীল বৃষ্টি থেকে মন ঝরছে -- ড্রাফট ১.২ / মৌসুমী... হৃদয়ে যা বলি, কলমে যা লিখি তাই করি শিরোধার্য ভাষার গুনে ছন্দ ওজনে নাই হল কৃতকার্য!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।