আমাদের কথা খুঁজে নিন

   

কলা আমি খাইনি কলা প্রথমে উনি খেয়েছেন

আজ একটা গল্প শুনাব। ঠিক যেন শেষ বিকাল এর মত কলা খাওয়ার ব্যাপারে আমাদের দেশের নেতা-নেত্রীরা কেউ কারো চেয়ে কম যান না। কলা উপাদেয় খাদ্য খেতে কোন মানা নেই কিন্তু তাই বলে আমাদের মত সাধারন জনগন কে বাশ দিয়ে উনারা গদির উপর বসে কলা খেতে পারেন না। কিন্তু তার পরেও উনারা খেয়ে যাচ্ছেন আমরা তাদের কলা সরবরাহ করছি। ছোট কিছু উদাহরন দেই- ১. সীমান্তে হত্যাকাণ্ড এখন সবচেয়ে জনপ্রিয় এবং আমাদের জন্য সবচেয়ে হতাশাব্যাঞ্জক ব্যাপার।

কিন্তু খেয়াল করলে দেখবেন এ নিয়ে নেতা-নেত্রীদের মাথা ব্যাথা নেই। তাদের কথা আমাদের সময় এ কম মানুষ মরেছে ওনাদের আমলে বেশি মানুষ মরেছে। মানে আমি কম কলা খেয়েছি উনারা সব কলা খেয়ে গেছেন। ২. পেপার খুলুন অথবা বাস্তব জীবনের দিকেই তাকান অনেক কিছু দেখতে পাবেন কিন্তু সবাই চুপ। তা দেখে নেতা-নেত্রীরাও চুপ।

একথা বলবেন না জনগন এমন বলে নেতা-নেত্রীরাও এরকম। বরং কথাটা উল্টো নেতা-নেত্রীরা এমন বলেই জনগন এমন। কলা আপনারা খাবেন আর দোষ আমাদের দেবেন। শত শত উদাহরন খুঁজে পাবেন এমন কলা খাওয়ার কিন্তু কেউ বলার নেই। রাজনীতিতে কাঁদা কাঁদা ছোড়াছুড়ি করা আমাদের দেশে নতুন কিছু না।

কিন্তু কাজটা আমাদের জন্য করুন আমাদের মত সাধারন জনগণের জন্য করুন। সংসদ ভবন এর মত পবিত্র স্থানে আলোচনা সমালোচনা করুন কিন্তু গালিগালাজ করে আমাদের মত সাধারন জনগনের মন এ কষ্ট দেবেন না। আমার উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি। দয়া করে আমাদের স্বপ্ন গুড়ো করে দেবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।