আমাদের কথা খুঁজে নিন

   

উভয় পক্ষই তাদের প্রস্তাব সফল হইলে আমাকে বিশাল Treat এবং ব্যর্থ হইলে treatment দেয়ার ঘোষণা দিয়েসে।

খবর>আমার বন্ধু এক মেয়েকে পছন্দ করে আজ দেড় বছর। কিন্তু সে মেয়ে আগেই জানিয়ে দিয়েছে,সে আমার বন্ধুকে পছন্দ করে না এমনকি আমার বন্ধু ফোন দিলে সে রিসিভও করে না। তার দুঃখে আমরা সবাই দুঃখিত। সে এতোদিন আশা নিয়ে বসে আছে যদি মেয়ের মন গলে। এদিকে আমার কিছু বাস্তববাদী বন্ধু ওরে বলতেসে ঐ মেয়েরে ভুলে যেতে,লাভ তো নাই।

লেটেস্ট কাহিনী হলো,আমার আম্মু আমার ছোট মামার জন্য ঐ মেয়েরই বাসায় প্রস্তাব নিয়ে গিয়েছে ! তারা এখনো কিছু জানায় নি কারণ সে মেয়ের জন্য অলরেডি দুইটা হাই-প্রোফাইল প্রস্তাব রেডি আছে। বেখবর>আমার বন্ধুরা দুই ভাগে ভাগ হয়ে গেসে। একদল কইতেসে,"যেমনেই হোক এই বিয়া ঠ্যাকা। তুই কি তোর বন্ধুরে ভালোবাসিস না?" আরেকদল কইতেসে,"যেমনেই হোক এই বিয়া তোরেই করাইতে হইবো। কারণ মেয়ে তো আমাগো দোস্তরে লাইক করে না।

ঐ মেয়ের বিয়া হইলে আমাগো ফ্রেন্ড এই আজাইরা বিরহ ব্যথা থেকে মুক্ত হইবো। উভয় পক্ষই তাদের প্রস্তাব সফল হইলে আমাকে বিশাল Treat এবং ব্যর্থ হইলে treatment দেয়ার ঘোষণা দিয়েসে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।