আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমা বিশ্বের ভণ্ড কপটতায় ভরা রাজনীতিতে ক্লান্ত আমরা : ইসরায়েল নিয়ে নোবেলজয়ী বিখ্যাত জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাসের কবিতা

I'll make you an offer you can't refuse নোবেলজয়ী বিখ্যাত জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাসের সদ্য প্রকাশিত একটি কবিতা নিয়ে জার্মানিসহ অনেক জায়গাতেই আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ‘ভাস গেস্কাট ভেরডেন মুস’ বা ‘যে কথা অবশ্যই বলতে হবে’ শিরোনামের এই কবিতাটি বনেদি জার্মান দৈনিক সুদ ডয়েচে যাইটুংয়ের সাহিত্য পাতায় ৪ এপ্রিল প্রকাশিত হয়েছে। ৭০ লাইনের এ কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে তা উঠে এসেছে আলোচনার বিষয়বস্তু হিসেবে। সম্প্রতি পরমাণু শক্তির অধিকার প্রশ্নে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর সঙ্গে ইরানের যে রাজনীতিক টানাপোড়েন চলেছে এবং ইসরায়েল ইরানে আক্রমণের যে হুংকার দিচ্ছে তা নিয়েই এ কবিতা। গুন্টার গ্রাস লিখেছেন, ‘যখন আরও অনেক দেশ এই পারমাণবিক শক্তির অধিকারী হয়েছে, আর আমার দেশ জার্মানি যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে ইসরাইলের জন্য ডুবোজাহাজ তৈরি করছে।

’ এই কবি আরও লিখেছেন, ‘ইসরায়েল যে বিশ্বশান্তির অন্তরায়, আমি তা বলব। আমি আর নীরব হয়ে থাকব না, ইসরায়েলকে নিয়ে পশ্চিমা বিশ্বের ভণ্ড কপটতায় ভরা রাজনীতিতে ক্লান্ত আমরা, আর দেরি নয় এখনই তা বলতে হবে। ’ উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নািস বাহিনী প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করে। এরপর ইউরোপ বা মূলত জার্মানিতে ইহুদিদের এবং ইসরায়েল নিয়ে কোনো সমালোচনা হয় না বললেই চলে। সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া এই জার্মান কবির সাম্প্রতিক এ কবিতাটি ইসরায়েল নিয়ে ভিন্ন ভাবনার দরজা খুলে দিয়েছে।

জার্মান লেখকদের সংগঠন পেন ক্লাবের সভাপতি লেখক যোয়্যাহান স্টাসার গ্রাসের কবিতার বিষয়কে সমর্থন করে অবিলম্বে জার্মান সরকারকে ইসরায়েলে সাবমেরিন রপ্তানি বন্ধের অনুরোধ করেছেন। তবে সরকারের মুখপাত্র স্টেফান সাইবারট বলেছেন, লেখকদের যেমন মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, সরকারেরও স্বাধীনতা রয়েছে সব ব্যাপারে মতামত না দেওয়ার। www.guardian.co.uk www.guardian.co.uk/ মুল কবিতা সরাফ আহমেদ, হ্যানোভার (জার্মানি) | সূত্র: প্রথম আলো  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।