আমাদের কথা খুঁজে নিন

   

এমন দিনে তারে বলা যায়

আমি এক যাযাবর এমন দিনে তারে বলা যায়... জমাট কষ্টের পাহাড়টা আজ অভিমানের বাদল হয়ে ঝড়ে পড়ছে নৈনিতাল উত্তরীয় গায়ে। স্পর্শের দীনতাটুকো আজ ভবগুড়ে আবেগের কাছে ধরাশায়ী নিতান্ত অনিচ্ছার দেয়াল দুমড়েমুচড়ে দিয়ে সুপ্ত আশার ফানুশ উড়ছে মন আকাশে স্মৃতির ফ্ল্যাশব্যাকে বাজছে অতীতের কর্কশরাগিনী দীনার্ত স্বপ্ন, আচমকা ঝাপটায় সদ্য হাসপাতাল ফেরত রোগীর মতো ফের সতেজ তৃষ্নায় মত্তো এক স্বাপ্নিক ডাকপিয়ন। এমন দিনেই তারে বলা যায় শুকনো অতীত ভূলে ভেজা সন্ধ্যায়,এসো দু'হাত ধরো এই নিরালায়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।