আমাদের কথা খুঁজে নিন

   

দ্য অ্যামেইজিং স্পাইডার ম্যান নিয়ে এমা স্টোন

‘স্পাইডার ম্যান’ সিরিজের নতুন ছবি ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান’-এর মূল চরিত্রে অভিনয় করছেন এ্যান্ড্রু গারফিল্ড এবং তার বিপরীতে রয়েছেন এমা স্টোন। এ ছবিতে স্পাইডারম্যানের জাল থাকবে ম্যাকানিক্যাল। স্পাইডারম্যানের ভিলেন থাকবে প্রোটো-গবলিন। যে চরিত্রে অভিনয় করবেন ভারতের ইরফান খান। ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন এমা স্টোন।

লিখেছেন প্রাঞ্জল সেলিম ‘স্পাইডারম্যান’ (২০০২), ‘স্পাইডারম্যান-টু’ (২০০৪) ও ‘স্পাইডারম্যান-থ্রি’ (২০০৭) মুক্তির পর দর্শকরা ‘স্পাইডারম্যান-ফোর’ ছবির জন্য অপেক্ষা করছিল। কিন্তু আগের তিনটি ছবির পরিচালক স্যাম রাইমি ও অভিনেতা টবি ম্যাগুইয়ার এবার জানান, তারা আর ফিরছেন না। এমন সময় প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স ঘোষণা দেয়, নতুন পরিচালক ও অভিনেতা নিয়ে ‘স্পাইডারম্যান’ আবার ফিরবে। সেটাই হতে যাচ্ছে। নতুন স্পাইডারম্যান অর্থাত্ পিটার পার্কার এন্ড্রু গারফিল্ড।

ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৩ জুলাই। এটি তৈরি হচ্ছে ত্রিমাত্রিক প্রযুক্তিতে। তার আগে এন্ড্রুকে মাকড়সা-মানবের পোশাকে কেমন লাগে তা দেখাতে একটি স্থিরচিত্র ইন্টারনেটে ছেড়েছে সনি পিকচার্স। মার্ক ওয়েব পরিচালিত নতুন ছবিতে দেখানো হবে পিটার পার্কার উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে তার সামর্থ্য ক্রমেই ওপরের দিকে নিয়ে যাচ্ছে। এর চিত্রনাট্য তৈরি করেছেন জেমস ভ্যান্ডারবিল্ট।

নায়িকা হিসেবে আছেন এমা স্টোন। এমার জন্ম আরিজোনার স্কটসডেলে। মা ছিলেন গৃহিণী আর বাবা ঠিকাদার। এমা আরিজোনার ফিনিক্স থিয়েটারের ভ্যালি ইয়ুথ থিয়েটারে ছিলেন। এই দলের হয়ে মাত্র ১১ বছর বয়স থেকে ১৬টি মঞ্চনাটকে অভিনয় করেন।

সব মিলিয়ে বলা যায় পাঁচ বছরেই হলিউডে সাফল্যের পরশ পাথর পেয়ে গেছেন এমা স্টোনকে। সুযোগ পেলে প্রযোজকের ভূমিকায়ও অবতীর্ণ হয়ে নিজেকে আরও বিস্তৃত করে মেলে ধরতে চান। এমা স্টোন বলেছেন, ‘ছবি তৈরি করা আমার স্বপ্ন। ’ নামের মতোই এমা স্টোনকে প্রথম দেখাতে পাথর মনে হতে পারে। একটু রুক্ষ্ম।

কণ্ঠটাও তা-ই। তবে গলা কর্কশ হলেও এমা স্টোনের রূপ দর্শককে মোহিত করছে। পিপল সাময়িকীর তৈরি করা বিশ্বের ১০০ সুন্দরীর তালিকায় তার অবস্থান এখন দশে। ক্যারিয়ারে শুরুর দিকে তিনি অভিনয় করেছেন ‘সুপারব্যাড’ (২০০৭), ‘দ্য রকার’ (২০০৮), ‘দ্য হাউস বানি’ (২০০৮), ‘গোস্ট অব গার্লফ্রেন্ডস পাস্ট’ (২০০৯), ‘পেপার ম্যান’ (২০০৯), ‘জোম্বিল্যান্ড’ (২০০৯) ছবিতে। হাসির ছবি ‘ইজি এ’ ২২ বছর বয়সী এই তারকাকে অনেকদূর এগিয়ে নিয়েছে।

এতে অভিনয়ের জন্য রম্য নায়িকা হিসেবে জিতেছেন টিন চয়েজ অ্যাওয়ার্ডস, এমটিভি মুভি অ্যাওয়ার্ডস। আর পেয়েছেন গোল্ডেন গ্লোবসে মনোনয়ন। এ বছর তার তিনটি ছবি মুক্তি পেয়েছে ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’, ‘ক্রেজি, স্টুপিড লাভ’ ও ‘দ্য হেল্প’। এর মধ্যে ‘দ্য হেল্প’ এখন আছে উত্তর আমেরিকার টপচার্টের দুই নম্বরে। তবে সবকিছুকে টপকে এমা স্টোন আলোচনায় এসেছেন ‘স্পাইডারম্যান’ ছবির পরবর্তী পর্বে অভিনয় করছেন বলে।

এমার হাতে এখন আছে ‘দ্য গ্যাংস্টার স্কোয়াড’ আর ‘লিটল হোয়াইট করভেট’ নামের দুটি ছবি। এ ছাড়া ‘দ্য ক্রুডস’ নামের অ্যানিমেটেড একটি ছবিতে কণ্ঠ দেবেন তিনি। বিখ্যাত পণ্য রেভলনের নতুন মুখ নির্বাচিত হয়েছেন এমা। এর আগে এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন হ্যালি বেরি, কেট বোসওর্থ, জেসিকা অ্যালবার মতো অভিনেত্রীরা। সম্প্রতি, প্রকাশিত হলো স্পাইডারম্যানকে নিয়ে তৈরি হতে যাওয়া নতুন সিনেমা ‘দ্য অ্যামেইজিং স্পাইডারম্যান’-এর ভিলেন লিজার্ডের বহুল আকাঙ্ক্ষিত ফার্স্ট লুকের ছবি।

‘স্পাইডারম্যান’-এর কমিক বুকের অত্যন্ত জনপ্রিয় এই ভিলেন ডক্টর লিজার্ড-এর চরিত্রে অভিনয় করবেন হলিউডি অভিনেতা রাইস ইফানস। ভারতীয় অভিনেতা ইরফান খানও থাকবেন সিনেমাটির বিশেষ একটি চরিত্রে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।