আমাদের কথা খুঁজে নিন

   

এবং আমাদের জীবনযাপন...

মানবীয় গুনাবলির পরশ ছড়িয়ে যাবে সবখানে....এই আমার িবশ্বাস...। "ক্ষুদ্র আমি/তুচ্ছ আমি...." এবং ক্ষমতাহীন। ২. ঠিক এ মুহূর্তে অফিসের নীচের তলার ডাইনিং রুমে অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্যোগে ক্যান্টিন উদ্বোধন চলছে। এবং কলিগগণ অতি আনন্দ সহযোগে সে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আর আমি মনে করে বসে আছি....শিকল সে তা লোহা, তামা, রূপা বা সোনারই হোক না কেন তা শিকল এবং তা দ্বারা শুধু শৃংখলিতই করা হয়। বিচ্ছিন্ন মানুষ সবসময়ই ক্ষমতাহীন....আর তাই জমিলা কর্তৃক মজিদের মুখে থুথু দেবার মতই প্রতিবাদ করে আত্মতৃপ্তি পাবার ব্যর্থ প্রয়াস চালাচ্ছি...। পুনশ্চ, অফিসের অনেকেই বাইরে/রাস্তার পাশে দাঁড়িয়ে চা/বিড়ি খান যা কিনা ইনডিসেন্ট (?) দেখায়। কর্মকর্তাগণ যেন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা/বিড়ি না খেতে পারেন তারই জন্য এ ব্যবস্থা। জয়তু শৃঙ্খলহীন মানুষ আর তার মনূষ্যত্ব...।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।