আমাদের কথা খুঁজে নিন

   

পরম সত্তার সাথে মিলনই সূফি সাধনার পরম লক্ষ্য

মশিউর রহমান পরম সত্তার সাথে মিলনই সূফি সাধনার পরম লক্ষ্য। তার জন্য সাধক কে অনেক পথ পাড়ি দিতে হয়। ১। আত্নসমর্পন,,ইসলামের মূল উদ্দেশ্য পরম সত্তার নিকট আত্নসমর্পন , তাই তাদের পীর বা গুরু -র নিকট আত্নসমর্পন করে তাদের শিক্ষা অনুযায়ী পথ চলতে হয়.......... ২। যিকির ---আল্লাহ র নাম বা কোরআনের কোন আয়াত বার বার আবৃতির নাম জিকির।

এ যিকির নীরবে বা উচ্চ স্বরে দু ভাবে হতে পারে, জিকিরের মাধ্যমে পরম সত্তার সাথে লীন হতে হয়। । । । ।

৩। সামা বা সংগীত-----আলাহর উদ্দেশ্যে প্রেমমুলক যে সংগীত যা আধ্যাতিক ভাব তন্ময়তা জাগীয়ে তোলে তাই সামা। ৪। ভাব তন্ময়তা বা হাল-----সূফির এক ধরনের আধ্যাতিক মানসিক অবস্হা যা তার অন্তর দৃষ্টি লাভে সাহায্য করে। ৫।

কৃতজ্ঞতা----সব সময় আল্লাহর প্রতি সুফি সাধকরা কৃতজ্ঞতা প্রকাশ করে। ৬। ধৈর্য ধারন বা আত্নসংযম---সূফি সাধকরা সকল বিপদে ধৈর্য ধারন করেন এবং ধৈর্য ধারনের উপদেশ দেন। ৭। পবিত্রতা---সূফি সাধকরা দেহ এবং মন পবিত্র রাখেন কারন অন্তরের পবিত্রতার উপর আল্লাহর জ্যোতি প্রতিবিম্ব হয়।

৮। ভক্তি বা প্রেম---তারা ভয়ে নয় প্রেমে আল্লাহর দিদার লাভ করেন। আল্লাহর প্রেমে তারা জাগতিক সবকিছু সাধক ত্যাগ করেন। ৯। ফানা ও বাকা--- ফানা: আলাহর সংগে সন্মিলনের নঞর্থক দিক বলা হয় ফানা যার অর্থ তিরোধান বা ধ্বংস, জাগতিক বিষয়ের সকল চাওয়া পাওয়ার।

সুফিবাদ বলে, নিজেকে চিন,তোমার মধ্যেই আল্লাহ বিরাজ মান। আধ্যাতিক সাধনার দ্বারা নিজের অন্তর দৃষ্টিকে উন্নত করতে পারলে হৃদয়ের আয়নায় আল্লাহর মহিমা প্রতিফলিত হবে। । বাকা:ইহা শেষ স্তর ফানার শেষ বাকার শুরু ,আল্লার সাথে সন্মিলন অর্জনের সদার্থক দিকটি হল বাকা। বাকার অর্থ আল্লাহর স্বরুপে, গুণে প্রতিষ্টা।

বাকাকে বলাহয় আল্লাহর মধ্যে অবস্হান, এ পর্যায়ে সাধকআল্লাহর চেতনার সাথে অন্তর্লীন হয়ে যায়। এ অবস্হায় সাধকের সকল ইচ্ছা আল্লাহর ইচ্ছা হয়ে যায়, তার কর্ম হয়ে যায় আল্লাহর কর্ম ,তার হাত হয় আল্লাহর হাত, তার পা হয় আল্লাহর পা, তার কথা/বানী হয় আল্লার বানী। মশিউর রহমান ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।