আমাদের কথা খুঁজে নিন

   

পথে পথে হাটতে হাটতে (ছবি +)

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility ইচ্ছা ছিল আজ ১ জোড়া সস্তা জোতা কিনব । আমি খুবই অলস ,সহজে ঘর থেকে বের হইনা কাজ ছাড়া । জুতা ও মোজা কিনা হল, সেই সাথে নতুন ক্রয় করা এন্ড্রু ৫৬৬০ মডেল মোবাইলটার ক্যামেরাটা ঝালাই করে নিলাম । কেনাকাটার বড় রাস্তা , পাশে পরিপাটি সাজানো দোকান । একখান গির্জা, গির্জায় টুং টাং করলে কারও সমস্যা নাই, তবে আজানে সমস্যা আছে ।

একটু ছুট্ট ধাধাঁ বলেন তো ফুসগেঙ্গার কথাটা উল্টা কেন ? ঐ দেখা যায় ফিটনেস সেন্টার, ভর্তি হব হব করে বছর খানেক পার করে দিলাম এত বড় রাস্তাকে ফুটপাতও বলা যায় । আইনখাউফষ্ট্রাসে কে বাংলায় কি বলব বুঝতে পারছি না । তবে পথে একটা বড় ফুল সমৃদ্ধ গাছ পেলাম , পছন্দ হল এটা হল একধরনের বিতান যেখানে হরেক রকমের সিগারেট,লাইটার,পত্রিকা, চুরুট, তামাক জাত, পত্রিকা , পোষ্ট সংক্রান্ত পাওয়া যায় + লটারী মিলিয়ন বিলিয়ন জ্যাকপট যদিও আমার এসব পছন্দ না । এটাকে তাবাক বলা হয় । সিগারেটের চিহ্ন থাকলেই বুঝা যাবে এটি তাবাক বিতান ।

তাবাক স্টোর এর একটা ইতিহাস আছে পড়েছিলাম বইয়ে স্কুলে থাকতে । সবাই কিন্তু তাবাক এর মালিক হতে পারে না । ২য় বা ১ম বিশ্বযুদ্ধের অংশগ্রহনকরা নিহত বা আহত বা জীবিত সৈনিক পরিবারকে এটি চালানোর সুযোগ দেওয়া হয় , ঠিক মনে নাই । (কিন্তু নাজী সৈনিকদের বেলায় নয়, স্বদেশী সৈন্যদের বেলায়) ৪৮ নাম্বার গুলো কিসের সারি ? এটাও একটা ধাধাঁ বরাবর দোকানের মত এটা হল আমার ব্যাংক এটা হল সস্তা কেনাকেটার দোকান হফার । এইটাইপের দোকান ইউরোপের অনেক দেশে আছে ।

শাক সবজি, খাবার, তৈজস পত্র ও ক্ষেত্রে বিশেষে ইলেট্রনিক্স পাওয়া যায় । সবই সস্তা বিদেশীরা মানে আমাদের মত আম বহিরাগতরা এখানেই বাজার সদাই বেশী করে । এটা আবার ইয়াহূদীর মালিক । এটা হল খাউফপুন্কত । এটাতে সস্তায় চাইনিজ জিনিস থেকে সবই পাওয়া যায় , মহিলারা যায় বেশী ঘরের জিনিসপত্র কিনতে ।

যেমন সস্তা তেমনি লো কোয়ালিটি । ধরা খাইছি তাই বল্লাম । এরপর থেকে বেশী টাকা দিয়ে ভাল জিনিসই কিনতে চেষ্টা করি । কবুতর, বাক বাকুম পায়রা ঐ যে মকাদর এটা বার + বিলিয়ার্ড সেন্টার । এরকম গুলো সারা ইউরোপ জুড়ে রয়েছে ।

একসময় টাইম পাস হত । এখন সময়ই নাই । সবাই বিবাহিত কিংবা কাজে ব্যস্ত । এটা হল বিপা শপ । এরকম সারা ইউরোপ জুড়ে রয়েছে ।

সেখানে মেয়েদের প্রসাধনী + ছেলেদের কিছু অংশ + বাচ্চাদের প্রয়েজনীয় রূপ চর্চায় যা লাগে । এটা হল খেলাধুলার সামগ্রী পাওয়া যায় , এটাও সারা ইউরোপ জুড়ে রয়েছে । আমি এখানে আমার ভারউত্তোলনের জন্য বেল্ট ক্রয় করেছিলাম অণেক অনেক আগে । এখন তো খেয়ে খেয়ে আটার বস্তা । এটা কেনাকাটার রাস্তার মধ্যে একটা বোনাস শপিং সেন্টার ।

এখানে সার্থুন , লিবড়ো, মেরকুর ইত্যাদি শপ আছে । এইখানে মুদি দোকান থেকে কাপড় থেকে ফিটনেস, বই, লেখাপড়া,খাবার সবই পাওয়া যাবে+ ইলেকট্রনিক্স । আবারও সুন্দর ফুলে ভরা গাছ, আমি চিন্তা করছি এটার পাতার রয়টাই ফুলের মত । নাকি এই গাছটাতে শুধু ফুলই হয় ? উদ্ভিদ জ্ঞানী ব্লগাররা বুঝবেন ভাল । ৩ নম্বর ধাধাঁ বলুনতো এ সারিটা কিসের ? বলবেন পাতের ।

আমি জানি পাতের । তাই দেখা যাচ্ছে কিন্তু কিসের উদ্দ্যেশে ? এটা হল খোলা বার । যদিও সব মাল মশল্লা নাই । আরও বড় হবার কথা । এটা হল আঙ্কার , অনেকটা বেকারী দোকানের মত ।

এরকম বহু আছে ইউরোপ জুড়ে । বিদেশীরা মানে আমরা যার দেশে আছি তারা সকালের নাস্তাটা এখানেই সারে বা নিয়ে নেয় , যারা কর্মজীবি । চা, কফিও পাওয়া যায় । এটা হল একটা দাতব্য শপ । এখানে শারীরিক সুস্থতা বা অসুস্থতার সাথে জড়িত ইলেকট্রনিক্স বা দ্রব্য বা বস্তু পাওয়া যায় ।

এটা হল এডমিরাল এর মত আরও আছে পুরো ইউরোপ জুড়ে যেখানে জুয়া খেলা যায় খেলা ধুলা নিয়ে । ফুটবলটা জনপ্রিয় বেশী । ভিতরে টিভি থাকবে বড় বড় খেলা উপভোগ আর টাকা কামাই ! যদিও আমার পছন্দ না । এটা ইউ পি সি এটা হল আমার ইন্টারনেট + ফোনের কোং. আপাতত বাদ । এটা হল ফার্মেসী নাম তার আপোথেকে ।

আপোথেকে মনে হয় গ্রীক শব্দ । এরকম সাইনের সাপের মত আকা বাকা থাকবে যেখানে সেখানেই ফার্মেসী । সারা দেশ জুড়ে । কিছু আছে ২৪ ঘন্টা । সেখানে লেখা থাকবে ।

এটা ভিডিও দোকান । সারা দেশ জুড়ে । প্রথম মুভি দেখা এখানে থেকেই । এটা ভারতীয় একটি দোকান । মুদি + কাপড় দোকান ।

৪র্থ এটা একটা ধাধা, বলুনত তো ঐ উপরের লাল বাতিটা ডাবল কেন ? সাধারণত একটি লাল আলো থাকার কথা । মোজেজাটা কি ? এটা হল ট্যাক্সি স্ট্যান্ড, এরকম ট্যাক্সি লেখা হলুদ স্ট্যান্ড সারা দেশ জুড়ে । এটা হল সাদা চামড়া রঙ্গিন মানে কাল বা লাল বা অদ্ভুত করিবার জায়গা । এটা হল ৩ বিখ্যাত চাইনিজ পন্ডিত । কেউ বলে নাই , ধরে নিলাম ।

এটা হল বাচ্চাদের + বড়দের কার্টুন শপ । ১৮+ কার্টুন বইও পাওয়া , মডু দৌড়ানি দিতে পারে দেখে ঐ ছবিটা তুলি নাই । এটা হল পিতস্জা । চিংড়ী + রকোলা/রুকোলা/রুখোলা বা ডয়েচাররা রাউখে বলে) দিয়ে তৈরী । পনির আর টমোটো আগেই দেওয়া ।

সাথে আমার কেনের বোতল পেপসী । ফ্রি দিল বলৈ আমার বাহিরে বেল হলেই একটা কিছু কেনে খাওয়ার বদ অভ্যাস আছে কিনা । চুম্বক: বাহির হবার আগে ঘরে গুছালাম , বিরক্তিকর ব্যাপার + মেয়েলী ব্যাপার । আমি এই ব্যাপারে কঠিনভাবে পুরুষবাদী । রান্না আর ঘর গোছানো কোনটাই আমার পছন্দ না আর ঠিকমত করতেও পারি না ।

করিও না । যদিও কোনমত চেষ্টা করি ঠেলে ঠেলে ঘরটা গোছগাছ করা কিন্তু রান্না থেকে কয়েক হাত দূরেই থাকি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।