স্বাধীনতায় যদি করে থাক করুণা তবে কেন আমাদের মানুষ মনে কর না কেন আমাদের সম্পর্কে এত নিচু ধারণা? বাঁচাতেই যদি করে থাকো যুদ্ধ ... তবে কেন করে রাখো কাঁটা তারের বেড়ায় অবরুদ্ধ? আমাদের যদি মানুষ মনে করো তবে কিভাবে সীমান্তে আমাদের মানুষ মারো? যাও বাঁধ দাও, যত পারো পানি নাও তবুও আমাদের ছিটমহলগুলো ফেরত দাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।