মানবিক, যৌক্তিক আর অযৌক্তিক। সোজা কথা আরেকটা মানুষ। দশ জনের ভীরে ডুবে থাকার প্রানান্ত চেষ্টায় থাকা মানুষ। বর্ষার জানালায়; গদ্যে মাতিনা হায়।
কাব্যই কাব্য, সারাদিন কেটে যায়।
পাষাণের সাদা মনে, চিম্বুক আরোহণে
বর্ষা-ই একরাশ আধো প্রেম ঢেলে যায়।
কালো মেঘ, সাদা মেঘ
আওয়ামী কি ছাগু ট্যাগ,
কিছুতেই বর্ষার কিছু নাহি আসে যায়।
বর্ষা-ই একরাশ আধো প্রেম ঢেলে যায়।
এই দিনে, মন টানে, চলে যাই পুরনো ক্ষণে,
স্মৃতির পাতায় মম আকাবুকি কেটে যেনো;
মশারীর ডালা ফেলে, বসে থাকি শুধু হায়।
বর্ষা-ই একরাশ আধো প্রেম ঢেলে যায়।
ভালোলাগা, ভালোবাসা থাকুক পুরোটা দিন,
আলসেই হয়ে থাকা, ভুরিভোজ ছুটিদিন।
মায়ে- বোনে- ভাগ্নের আড্ডায় মন চায়-
বর্ষা-ই একরাশ আধো প্রেম ঢেলে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।