সহিষ্ণুতাই দুর্বলের শেষ আশ্রয় ক্লাস ৫ কি ৬ এর কথা। খেলার জন্য আমরা এলাকার ছেলেরা এতই পাগল ছিলাম যে মাগরিব এর আযান দেওয়ার পরও চোখে আবছাভাবে হলেও যতক্ষণ দেখা যেত আমরা ততক্ষন খেলা চালিয়ে যেতাম। কিন্তু মে জুন মাসের দিকে যখন ৬:৪৫ বা ৭টায় মাগরিব এর আযান দিত তখন শুক্রবার ৬ টার সময়ই পুরো মাঠ খালি হয়ে যেত। ইটিভি তে তখন সময় “ দি বিগ ফাইট” দেখানোর। এই বিগ ফাইট এর মাধ্যমেই আমার WWF এর সাথে পরিচিতি ঘটে বর্তমানে যা WWE নামে পরিচিত।
আমরা মন্ত্রমুগ্ধের মত দেখতাম এটি। আধা ঘণ্টার অনুষ্ঠান শেষে আমাদের মুগ্ধতার বহিঃপ্রকাশ ঘটাতেই আমরা যে যার ঘর থেকে বের হয়ে আলোচনায় মেতে উঠতাম। আজকে কেইন কে অনেক ভয়ঙ্কর লাগছিল, ট্রিপল এইচ আজকে চুরি করে রক কে হারাইছে......... এরকম হাজার বিশ্লেষণ।
WWE এর সাথে যারা পরিচিত “রেসলমেনিয়া” এর সাথে তাদের পরিচিত থাকার কথা। গত ১ এপ্রিল হয়ে গেল “রেসলমেনিয়া ২৮”।
রেসলমেনিয়া ২৮” এর রিভিও পড়তে পারেন এখানে । এবারের মূল দুটি ইভেন্ট এর ফলাফল আমিই জানিয়ে দেই। Undertaker তার অপরাজিত স্ট্রীক বজায় রেখেছে। যেটা এখন হয়েছে ২০-০। আর দি রক, জন সিনা কে পরাজিত করেছে।
চলুন দেখে নিই কিছু জনপ্রিয় রেসলার এর Intro।
The Rock
Undertaker
Batista
Stone Cold Steve Austin
Rikishi
রিকিশি এর intro খোজার সময় রিকিশির তার প্রতিপক্ষকে তার মূল পাওয়ার টা দেয়ার আগে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তার ...... যে চাপটা দিত ওটার কথা মনে পড়ল। ওটা মনে করে কিছুক্ষন হাসলাম। শূন্যস্থানে কি হবে আশা করি আপনারা ধরতে পেরেছেন।
CM Punk
The Big Show
Kane
Triple H
John Cena
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।