ডাইনোসররা নাকি নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে বিলুপ্ত হয়ে গিয়েছিল। আমরা বাঙ্গালীরা কি একটু হলেও তাদের ফলো করছি না? ক্ষমতা, ক্ষমতার লোভ, ধর্মপ্রীতি, ধর্মান্ধতা, ধর্ম ব্যবসা............সব মিলে মিশে একাকার....................................মাঝখান থেকে মানুষই মরছে, আর কেউ নয়...............(উপযুক্ত নেতৃত্ব দেবার)ক্ষমতাও মানুষের জন্যই, ধর্মও মানুষের জন্যই। ধর্মের সঙ্গা যতদুর জানি, যাকে আওশ্রয় করে মানুষ পরষ্পর মিলেমিশে নিয়ন্ত্রিত ও সুখি জীবন জাপন করতে পারে। আমরা বাঙ্গালীরা আজও ধর্ম বিশ্বাসে অনুসরনীয়, কিন্তু ফলশ্রুতিতে বাঙ্গালীদের মধ্যে আজ সুখ কই? শান্তি কই?????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।