বল আমায় সেই সময়ের নেই কেন অস্তিত্ব, বোঝাও আমায় সেই কল্পনার নেই কোন সমাধান.....আমারি স্বপ্ন আজো জেগে রয় আধারো শুন্য চোখে ... প্রযুক্তির উন্নতির সাথে সাথে ক্ষুদ্র হয়ে আসছে বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশের আকার। চিকিত্সা বিজ্ঞানের জন্য সুক্ষাতিসুক্ষ্ম যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে আগে থেকেই। ক্ষুদ্রাকৃতির রোবটও রয়েছে বিভিন্ন কাজের জন্য। এবার তৈরি হলো এরকম আরেকটি ক্ষুদ্রাকৃতির ‘মাইক্রোবট’। সুইজারল্যান্ডের ব্র্যাডলি নেলসন এবং ইন্সটিটিউট অফ রোবোটিক এন্ড ইন্টেলিজেন্স সিস্টেম (আইআরআইএস)-এর একদল গবেষক তৈরি করেছেন এই মাইক্রোবট যা চোখের মধ্যে ঘুরে বেড়াতে পারবে কোনো ধরনের সমস্যা তৈরি না করেই। ম্যাকিউলার ডিজেনারেশন বা এ ধরনের জটিল সমস্যায় এই মাইক্রোবট চোখের নির্দিষ্ট স্থানে ওষধও বহন করতে পারবে। বিদ্যুত্-চৌম্বকীয় প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত এই যন্ত্রটি অনায়াসেই চোখের মধ্যে অবস্থান করতে পারবে দীর্ঘদিন এবং চোখের বিভিন্ন স্থানের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবে। এটি সুক্ষ্ম আকৃতির নিডলস’র (সুঁচের) সাহায্যে চোখে স্থাপন করতে হয় এবং পরবর্তীতে বৈদ্যুতিক চৌম্বুকীয় তরঙ্গের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। গবেষকরা আশা করছেন শীঘ্রই একে বহুলভাবে ব্যবহার করা যাবে। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।