নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই ১৮+ বিবাহিত আপুদের যে সকল শ্রদ্ধেয় ভাইজানেরা বিবাহ করিয়াছেন তারাও আসতে পারেন।
বাচ্চালোক দূরে থাকো। এখানে তুমাদের কোনো কাজ নাই
যারা নতুন বিবাহ করিয়াছেন, অথবা বিবাহিত জীবন অতিবাহিত করিতেছেন। জীবনের এই কালচক্রে চাহিদার শেষ নাই। (বাচ্চালোক দূরে থাকো, এইসব চাহিদার মধ্যে নাকি গলিও না।
) সংসার জীবন শুরুর পরে প্রতিদিন দিন নতুন নতুন চাহিদা তৈরী হতে থাকে। প্রযুক্তির যুগে প্রযুক্তিগত পন্য সংসারে অনেক স্বাচ্ছন্দ্য এনে দেয়। আবার বর্তমান সময়ে কাজের লোকের অভাব যেমন রয়েছে তেমনি রয়েছে মানুষের সময়ের অভাব। তাই সংসারে কিছু যান্ত্রিক সুবিধা নিতেই হয়। ফ্রীজ-টেলিভিশন ইত্যাদির পাশাপাশি ওভেন, ওয়াশিং মেশিন থেকে শুরু করে রুটি বানানো মেশিন, ব্লেন্ডার ইত্যাদি পন্য সংসারে অপরিহার্য্য হয়ে পড়েছে।
এসকল পন্য কিনতে গেলেও অনেক ঝক্কি। কোন ব্রান্ড ভালো, দাম কত, কোথায় পাওয়া যায়, মান কেমন। অনেক প্রশ্নই এসে যায়। আবার অনেক সময়ে কিছুটা মানের সাথে আপোষ করে সহনীয় দামে কিনতে হয়, আবার অনেক সময় অল্প কিছু টাকা বাড়িয়ে মানসম্মত প্রোডাক্টও পাওয়া যায়। জীবনের এই জটিল গোলক ধাধার সমাধানে আমাদের ক্ষুদ্র একটি প্রচেষ্টাটি সমস্ত ব্রান্ডের সকল পন্যকে একই ছাদের নীচে নিয়ে আসা।
যেখানে স্যামস্যাং বা এলজি ব্রান্ডের পন্য যেমন রয়েছে, তেমনি সেবেক কিংবা কনকা ব্রান্ডের পন্যও রয়েছে। যে যার সাধ্য মতো পন্যের বর্ননা ও দাম দেখে নিতে পারে। প্রতিটি পন্যের সাথেই রয়েছে সেই পন্য আপনার এলাকায় কোথায় পাওয়া যাবে তার ঠিকানা। সাথে রয়েছে ব্যবহারকারীদের মতামতের সুবিধা, যা অন্য নতুন ক্রেতাকে কিনায় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
ঢু মেরে আসুন http://www.familyneeds.net/
[বি:দ্র: সাইটটি এখনও নতুন অবস্থায়, তাই অনেক কিছুই অসম্পূর্ন, খুব অল্প সময়েই আশা করি গুছিয়ে উঠতে পারবো।
সুপরামর্শ কাম্য]
লুল সম্রাটদের জন্য পরামর্শ: যারা পোষ্ট পড়ে হতাশ হইয়াছো তাহারা সৎ পাত্রী দেখে বিবাহ করো বাছারা। যারা ইতমধ্যেই এইকর্মটি শেষ করিয়াছো, তারা বউএর প্রতি সৎ থাকো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।