আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন-বৃষ্টির জলে ভিজেছে, ছিঁড়েছে তোমার শেষ চিঠিটা

© এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের। তাই লেখকের অনুমতি ব্যতীত অন্য কোন প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়াতে ব্যবহার না করার অনুরোধ রইল... ৯০'র দশকের শেষের দিকে সীমানা এ্যালবামে জেমসের এই গানটি প্রকাশিত হয়। সীমানা এ্যালাবামে জেমস ছাড়াও আইয়ুব বাচ্চু, জুয়েল, হাসান,শাফিন আহমেদ, তরুণ ও টিপু কয়েকটি গান ছিল। কিন্তু অনলাইনে কোথাও এই গানটি নেই। অ্যালবামের সবগুলো গানের সুর ও সঙ্গীতে ছিলেন জুয়েল বাবু।

মিউজিক বিডি.কম, দরিদ্র.কম, ইউটিউবে কোথাও গানটি পাইনি। আমার মত অনেক শ্রোতা এই গানটি চেয়ে সব ক'টি বাংলা মিউজিক ডাউনলোড সাইটে এই গানটি চেয়ে অনুরোধ করেছে। এই সামুতে অনেকে পোস্ট দিয়েছেন গানটি চেয়ে। অবশেষে ফেসবুকের জনপ্রিয় বাংলা গানের পেজ RaDiO bg24 গানটির ডাউনলোড লিংক প্রকাশিত হয়েছে। শিরোণাম: বৃষ্টির জলে ভিজেছে কণ্ঠ- জেমস কথা- বিদ্যুৎ সুর ও সঙ্গীত- জুয়েল বাবু অ্যালবাম- সীমানা (ব্যান্ড মিক্সড) লিরিক্স: বৃষ্টির জলে ভিজেছে ছিঁড়েছে তোমার শেষ চিঠিটা অজানায় হারিয়েছে চিঠির কথা কি করে জানাবো বলো হয়নি জানা ছেঁড়া চিঠির কথা ঠিকানা বদল হয়েছে তোমার তাই আসে ফিরে চিঠি আমার আমিতো আছি আগেরই ঠিকানায় আসেনা কেন চিঠি তোমার অজানা কত প্রশ্ন ছিল উত্তর তুমি পাওনি যার সেই ক্ষোভে ভুলোনা আমায় এখনো আছি চিঠির প্রতীক্ষায় কি করে জানাবো বলো হয়নি জানা ছেঁড়া চিঠির কথা বৃষ্টির জলে ভিজেছে ছিঁড়েছে তোমার শেষ চিঠিটা অজানায় হারিয়েছে চিঠির কথা কি করে জানাবো বলো হয়নি জানা ছেঁড়া চিঠির কথা... ডাউনলোড লিংক: এখানে... অনেক অনেক বছর পর গানটি শোনানোর জন্য ধন্যবাদ দিয়ে পাপ্পু ভাইকে খাটো করবোনা, দোয়া করি, তার জীবনটা ভরে থাকুক সুরে সুরে।

সমস্ত কৃতজ্ঞতা: RaDiO bg24 (যেকোন বাংলা গানের জন্য পেজটি লাইক করতে পারেন, হতাশ হবেন না আশা করি) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।