নিজ সত্তার অভাবে মানুষের অন্তর পরিবর্তন হয় শুন্য আত্মায় আর শূন্য আত্মার নিজস্ব কোনও কথা থাকেনা...................................
এপ্রিল ইংরেজী বর্ষের চতুর্থ মাস । এপ্রিল মাসের প্রথম দিন কে আমরা বলি এপ্রিল ফুল । আর এই এপ্রিল ফুল নিয়ে আমাদের থাকে নানা পরিকল্পনা । কিভাবে আমরা মানুষ কে বোকা বানাতে পারি সেই চিন্তা থাকে আমাদের মনের মধ্যে । কিন্তু যা একজন মুসলমানের করা কখনই উচিত নয়।
কেননা মুসলমানদের এই দিনে নির্মম ভাবে হত্যা করা হয় । ১৪৯২ এর পূর্ব থেকে মুসলমানদের উপর নির্মম আত্যাচার হতে থাকে । যার শেষ হয় পহেলা এপ্রিল, ১৪৯২, রানী ইসাবেলা এর সময় কালে। এই নির্মম কাজটি করেছিলেন রাণী ইসাবেলার স্বামী ফার্ডিনান্ড। তিনি সহজ সরল মুসলমানদের রক্ষা করার কথা বলে; ফেলেছিলেন তার নিষ্ঠুর চক্রান্তে।
ফার্ডিনান্ড ঘোষণা করলেন, যেসব মুসলমান গ্রানাডার মসজিদগুলোতে আশ্রয় নেবে, তারা নিরাপদ। লাখ লাখ মুসলমান আশ্রয় নিলেন মসজিদগুলোতে। । তারপর ফার্ডিনান্ডের লোকেরা সবগুলো মসজিদের দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিল। তিনদিন পর্যন্ত চললো হত্যার উত্সব।
ফার্ডিনান্ড লাশপোড়া গন্ধে অভিভূত হয়ে হাসলেন। বললেন, হায় মুসলমান! তোমরা হলে এপ্রিলের বোকা (এপ্রিল ফুল)!!!!
তাহলে সাভাবিক মস্তিষ্কে ভেবে দেখুন, একদল খ্রিষ্টানদের আনন্দ উৎসবকে কিসের যুক্তিতে আমরা পালন করে যাব ? এই এপ্রিল ফুলের শুভেচ্ছা বিনিময় কি নিজেদের কেই নিজেরা অপমান করা নয়? অপমান কি করা হচ্ছেনা যারা প্রান দিয়েছিলেন ফার্নিডান্ড এর খেলার পাত্র হয়ে ?আসুন ধিক্কার জানাই সেই অতীত কে আর সেই স্মৃতি কে সামনে রেখে ধিক্কার জানাই আজকের দিনে যারা পালন করছেন এই দিনটিকে। যে কোন কিছু করা ভালো কিন্তু তার আগে এর পেছনের ইতিহাস টাকে জেনে নিয়ে সিদ্ধান্ত নেয়াটাই হোক বুদ্ধিদীপ্ত সমাজের পদচারনা, কারন আমরা নিশ্চয় বোকার সর্গে বসবাস করছিনা । । ।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।