আমাদের কথা খুঁজে নিন

   

শ্বেত-সারসের ডাক।। রাসুল হামযাতভ

বাঙলা কবিতা শ্বেত-সারসের ডাক। । রাসুল হামযাতভ ================= বৃষ্টি পড়ে চৌকাঠে__ স্তম্ভিত আমি শুধু তোমাকে স্বপ্নাই তুষার পড়ে গিরিখাতে__ তোমাকে স্বপ্নাই আমি দম বন্ধ করে প্রত্যূষে এতো এই নির্মল আকাশ__ বিপন্ন আমি শুধু তোমাকেই ভাবি গ্রীষ্মের শস্যমাঠে চোখ রেখে__ আমার কল্পনা-তুলি তোমাকেই আঁকে বসন্তের পরিযায়ী পাখি, ডোবে-ভাসে, জলে __ হতবুদ্ধি আমি তোমাকেই ডাকি সহযোদ্ধাদের সাথে জড়ো হই, পুনরায় যে যার কর্তব্যে ফিরে যাই__ এইসব ঘটনার ফাঁকে, আমার হৃদয়ে শুধু ঐকিক স্বপ্ন থাকে: তুমি দোদুল্য ও আবর্তিত বিপুল পত্রালি, অদ্ভূত দ্যুতি নিয়ে উদ্ভাসিত করে শিশিরে মধু, তারা তো আমাকে কোন দেয় নাই চিন্তা-অবকাশ! তোমার স্বপ্নেই আমি সর্বদা বিভোর। এ জীবনে যত যত রমণীকে জানি, নিশ্চিত, তুমিই তো প্রিয়-শ্রেষ্ঠতমা, আমার সমগ্র দিবারাত্র জুড়ে তোমারই স্বপ্নের ঠাঁসাঠাঁসি। ***** স্টালিনগ্রাদের যুদ্ধের ময়দানে বারো বছর হলো, শহীদ হয়েছে বড় ভাইটি আমার।

বৃদ্ধা জননী আজও সুশ্রূষা ঢালে সেই যন্ত্রণায় আর শোকের কাফন পড়ে ঘুরে বেড়ায় পুরো ঘরময়। এবং এই হলো আমার শোক ও বিড়ম্বনার কারণ যে, এখন আমি সেই ভাইটির চেয়েও বয়স্ক হয়ে উঠেছি। ------------------- বুলগেরীয় গোলাপ। । রাসুল হামযাতভ ====================== তোমার চেহারা লাল, মনোহর বুলগেরীয় গোলাপ।

আর ওই রাষ্ট্রীয় প্রতীকচিহ্নে কতোই না মানানসই তুমি! কোন মর্যাদার প্রতিস্থাপন__ যদি তদন্ত করতাম, লাল তারাটির কুলচিহ্নে অভিষিক্ত হতে তুমি। চেহারা লাল তোমার, মনোলোভা বুলগেরীয় গোলাপ। আর কোনও ফুলই হতে পারে না এই সুন্দর নামে, যদি খুঁজতাম তোমার সঠিক মর্যাদা__ তোমাকেই, সুন্দররে প্রতীক ঘোষণা করতাম। ----------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।