আমাদের কথা খুঁজে নিন

   

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে টিকিটের দাম মাত্র ২৫ সেন্ট!

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা আরো পড়ুন >> ক্রিকেট থেকে লম্বা সময়ের বিশ্রাম চান সাকিব সেপ্টেম্বরে শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটের দাম নির্ধারন করেছে আইসিসি। গ্রুপ পর্বের টিকিটের দাম নির্ধারন করা হয়েছে। প্রথম পর্বের জন্য টিকিটের দাম ২৫ সেন্ট থেকে আড়াই ডলার পর্যন্ত এবং ফাইনালে ৪৫ ডলার। আজকে থেকে টিকিট পাওয়া যাবে, টিকিট কাটা যাবে আইসিসির ওয়েবসাইট থেকেও। মাত্র ৮% টিকিট এখন বাজারে ছাড়া হয়েছে।

অবশিষ্ট টিকিট পাওয়া যাবে ১ তারিখ থেকে। একজন ব্যক্তি গ্রুপ পর্যায়ে সর্বোচ্চ ছয়টি টিকিট নিতে পারবে এবং সুপার এইটে ৪টি টিকিট নিতে পারবেন। সেপ্টেম্বরের ১৮ তারিখে শ্রীলংকা বনাম জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। প্রমীলা বিশ্ব টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল এবং ফাইনাল, পুরুষদের সাথে একই দিনে একই মাঠে। সে জন্য পুরুষদের ম্যাচের টিকিট করলেই প্রমীলাদের ম্যাচ দেখা যাবে।

মূল খবর এখানে পড়ুন আজ ক্যালিস ডে! ব্যাটিং গড় ৩৫ এর উপরে করতে চাইঃ নাসির হোসেন (সাক্ষাতকার) টেস্টে রেকর্ডের হাতছানি গ্রায়েম স্মিথের  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।