আমাদের কথা খুঁজে নিন

   

কাল ছাত্রশিবিরের বিক্ষোভ, দাবি না মানলে রোববার হরতাল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দলীয় নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। কালকের মধ্যে দাবি পূরণ না হলে আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
আজ শুক্রবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
ছাত্রশিবিরের দাবিগুলোর মধ্যে রয়েছে, দলের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হোসেনসহ গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তি, কুমিল্লায় শিবিরের কর্মী আবদুলকে হত্যার প্রতিবাদ, শিবিরের নেতা তাজাম্মুর আলী, আজিজ রহমান, আবদুস সালাম ও নুরুল আমিনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির না করার প্রতিবাদ, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহূত শিবিরের নেতা আনোয়ারুল ইসলাম, ওলিউল্লাহ আল মুকাদ্দাস ও জাকের হোসেনের মুক্তি প্রভৃতি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।