“If a man hasn’t discovered something he will die for, he isn’t fit to live.” – Martin Luther King Jr. প্রাকৃতিক সৌন্দর্যের অপার বিস্ময়ে ভরা একটি দেশ অস্ট্রেলিয়া । তারই এক মনোমুগ্ধকর দ্বীপ হল লেডি মাসগ্রেভ । এটি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রীফে অবস্থিত । এর আয়তন প্রায় ৩৫ একর । এটা গ্রেট ব্যারিয়ার রীফে অবস্থিত দ্বিতীয় দ্বীপ ।
প্রথমটি হল লেডি ইলিয়ট আইল্যান্ড । এই দ্বীপের নিকটবর্তী শহর হল কুইন্সল্যান্ড, যা ব্রিসবন থেকে ৫ ঘণ্টার উত্তরে অবস্থিত । এ দ্বীপের নামকরন করা হয়েছে স্যার অ্যান্থনি মাসগ্রেভ এর স্ত্রীর নামে, যিনি ছিলেন কুইন্সল্যান্ডের গভর্নর ।
দ্বীপকে ঘিরে আছে ন্যাশনাল ম্যারিন পার্ক । শহর থেকে দ্বীপে যাবার মাধ্যম হচ্ছে বোট ।
ক্রুজ শিপের আনাগোনা রয়েছে প্রচুর । আপনার যদি নিজস্ব বোট থাকে তবে আপনি দ্বীপটির সবচেয়ে যে মজার বিষয়টি উপভোগ করতে পারবেন তা হল বোট নিয়ে সরাসরি একটা গভীর পানির চ্যানেল হয়ে দ্বীপে ঢুকতে পারবেন । দ্বীপে ক্যাম্পিং করার প্রচুর জায়গা আছে । প্রতি বছর প্রচুর লোকজন আসে দ্বীপে । ক্যাম্পিং করতে না চাইলেও সমস্যা নেই কারন দ্বীপে কিছু কটেজ আসে চাইলে সেখানেও থাকতে পারবেন ।
তবে ক্যাম্পিং করতে চাইলে আগেই বুক করতে হবে । ফেব্রুয়ারী এবং মার্চ মাসে দ্বীপে যাওয়া নিষেধ কারন তখন কচ্ছপের ডিম পাড়ার মৌসুম শুরু হয় । দ্বীপে গেলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন তা হল দ্বীপে কোন খাবার পানির সাপ্লাই নেই তাই পানি নিয়ে যেতে ভুলবেন না ।
ডাইভিং করতে চাইলে অবশ্যই নিজের ডাইভিং গিয়ার নিয়ে যাবেন । বিভিন্ন প্রজাতির কোরাল মাছ , কিং সাইজের প্রন
ধরতে পারবেন ।
পানির নিচে আছে বিভিন্ন আমলের জাহাজের ধ্বংসাবশেষ । ঠিকমত খুঁজলে হয়ত একটা দুটো সোনার মোহর পেতেও পারেন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।