আমাদের কথা খুঁজে নিন

   

" ঢাকা-কক্সবাজার সাইক্লিং চ্যালেঞ্জ-২০১২ "

২০০৯ সালে ভ্রমণ বাংলাদেশের দশ বছর পূর্তিতে সৈয়দ মুজাক্কির আহসান, রবিউল হাসান মনা ও মো: শরীফুল ইসলামের সাড়ে বাইশ ঘন্টায় ঢাকা থেকে চট্রগ্রাম সাইক্লিং করে । তখন সৈয়দ মুজাক্কির আহসান ও মো: শরীফুল ইসলামের ইচ্ছা হয় ৪৮ঘন্টায় ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সাইকেল চালাবে । ইচ্ছা ছিল কোন এক হরতালে এই ইচ্ছার বাস্তবায়ন করা । ২৯ তারিখ হবার কথা ছিল । কিন্তু হঠাত করে হরতাল বাতিল করা হয় ।

কিন্তু আমাদের তো আর থেমে থাকলে চলবে না । তাই ভ্রমণ বাংলাদেশের ৬ (ছয়) জন সদস্য রবিউল হাসান মনা, আজহারুল ইসলাম রঞ্জু, সৈয়দ মুজাক্কির আহসান, মো: শরীফুল ইসলাম, ইসহাক মিয়া, মো: রাজন আগামীকাল শুক্রবার সকাল ছয়টায় জিপিও এর সামনে থেকে " সাইকেল চালান - পরিবেশ বাঁচান" শীর্ষক শ্লোগান নিয়ে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সাইকেল চালাবে । " ঢাকা-কক্সবাজার সাইক্লিং চ্যালেঞ্জ-২০১২ " এই আয়োজনে সহযোগীতার হাত বাড়িয়ে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান আইফেরি । তারা ৪০ঘন্টায় ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ৪৫০কিমি পথ পাড়ি দিবে । পথে তারা সাইকেল চালানো উপকারীতা ও পরিবেশ রক্ষার নানা দিক সর্ম্পকে লিফলেট বিতরন করবে ।

এই দলের মো: শরীফুল ইসলাম ৬৪ জেলা সাইকেলে ভ্রমণ, রবিউল হাসান মনা , মো: শরীফুল ইসলাম ও ইসহাক মিয়া তেতুঁলিয়া থেকে টেকনাফ সাইকেল ভ্রমণ, সৈয়দ মুজাক্কির আহসান, রবিউল হাসান মনা ও মো: শরীফুল ইসলামের সাড়ে বাইশ ঘন্টায় ঢাকা থেকে চট্রগ্রাম সাইক্লিং করেছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।