আমাদের কথা খুঁজে নিন

   

"হে নোকিয়া তুমি মরে করেছ মহান তুমি মোরে ঘুরাইছ চরকির লাহান"

বলি বলি করে মোর, বলা হোল না...হৃদয়ের দরজাটা খোলা হলনা বাজারে সিরাম সিরাম অ্যাড দেইখা ভাবলাম, নাহ রে ভাই... অনেক ত চাইনিজ মোবাইল ইউস করলাম...এইবার না হয় একটা নোকিয়া ফোন কিনি...যেই কথা সেই কাজ...সিম্ফনি মোবাইল ছুইরা ফালাইয়া দিয়া নাচতে নাচতে কিনতে গেলাম নকিয়া...যাইয়া দেহি ওমাগো...নকিয়ার নাকি নতুন ফোন আইসে...Nokia ASHA 200, 201, 300....এইডাতে নাকি হাজার হাজার অ্যাপ্লিকেশান ইউস করা জাই...কিন্তু দুঃখ, টেকা পয়সা কম...তাই মডেল আশা ২০০ ডাই কিনলাম...কিন্না তো ভালাই লাগতাসিল...কিন্তু পরথম পরথম দেখি OVI ইস্টর এ অনেক কিসু...কিন্তু opera mini ইউস করতে গিয়া পরলাম ফান্দে...নেট তো আর আহেনা...হালার GP কাস্তুমার কেয়ার এ গেলাম... হেরা কয় সব তো ঠিকই আছে... আপনে নোকিয়া কেয়ার এ যান...গেলাম...হেরপর হেরা কইল সব তো ঠিকই আছে...নতুন কইরা ফিলেশ মাইরা দিল...তারপরেও তো আমি নেট কানেকশন পাইনা...আর কি করা...এইবার দেহি আরেক বিপদ...গান হুন্তে গেলাম...কয় নট এনাফ মেমর‍্য...আবার রিসেট দিলাম...থেন দেহি কাম করে...আবার একটু high size থিম ইউস করলে আবার দেহি কয়...NOT ENOUGH MEMORY....যাই হোক...এত কাহিনির পরে এহন আমার নোকিয়া ভালাই চলতাসে...আই মিন চালাইতাসি...কি করুম ভাই...গরিব মানুষ...দেহি কয়দিন চালাইতে পারি...তয় ভাইসব...অ্যাড দেইখা হুট কইরা আমার লাহান এইরাম ইছমারত ও থুক্কু ইচমাট ফোন কিনতে যাইয়েন না...পরে কিন্তু ঘুইরা মরবেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।