কথা মালা দেখবা চেয়ে বছর ত্রিশ পরে শূন আমি নয়ত-বা তুমি ভুবনের তরে , সাক্ষী ছিল আকাশ বাতাস সাক্ষী ধ্রুব তারা, তোমার আমার প্রণয়ের কথা জানত ক্যাম্পাস সারা । অর্জুন ও তো সাক্ষী ছিল সাক্ষী শহীদ মিনার , হইতা যদি খেয়ার সাথী ত্যাগ করিতাম মায়া ধরিত্রী। হইলা না তো হইলা কার ভাবলে করে বুকটা খারখার, স্বপ্ন দেখাইতা থাকবা সাথে যাত্রী হইবা মরণ রথে । হাসি আসে ভাবলে সে কথা এক্ষণ আমি যে নিঃস্ব একা, কম ছিল কি ওর থেকে আঘাত দিলা যে আমার বুকে, ধরছি যে সিগারেট গাঁজা ও যে খাই মদ যে খামু পয়সা যে নাই । আরে মাইয়া ভাবিয়া দেখ তোর মায়া করুম ত্যাগ ।, ভালই আছস লাঙ্গের সাথে দেখুম তরে বছর ত্রিশ বাদে, আসিস তুই শাবির তরে সঙ্গে আনিস লাঙ্গটারে আমিও আনুম আমার টারে । ১৮-০৮-২০১১ পদার্থ বিগান ল্যাব ২/২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।