বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের দুই দিনের হরতাল শুরু হয়েছে। আজ বুধবার সকাল নয়টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। তবে এই সময়ে কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হেফাজতে ইসলাম ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে। আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা হরতাল চলবে।
পরদিন বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আবার হরতাল শুরু হবে। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
হরতালের শুরুতে সকাল থেকেই রাজধানীতে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, বাস চলছে। অফিসগামী কর্মজীবী মানুষের ভিড়ও আছে রাজপথের মোড়ে মোড়ে। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী টার্মিনালে দূরপাল্লার বাসগুলো ভোরবেলা এসে পৌঁছেছে।
কিন্তু কোনো বাস ঢাকা ছাড়েনি। ব্যক্তিগত যানবাহন খুব একটা চলছে না। অন্যান্য হরতালের মতো আজ সকাল থেকে রাজপথে নিরাপত্তার দায়িত্বে পুলিশ ও র্যাবের সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
মিরপুর: সকাল সাতটার দিকে চিড়িয়াখানা রোডে ছাত্রদলের একটি মিছিল বের হয়। মিছিলকারীরা এ সময় বিসিআইসি কলেজের উল্টো দিকে স্টাফ কোয়ার্টারের সামনে একটি লেগুনায় আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে যাওয়ার আগেই স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলে।
আগারগাঁও: রাজধানীর আগারগাঁওয়ে আজ সকালে হরতাল-সমর্থকেরা একটি বাস ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে।
তেজগাঁও: তেজগাঁও শিল্পাঞ্চলে বিজি প্রেসের সামনে ভোর সাড়ে পাঁচটায় হরতাল-সমর্থকেরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
নয়াপল্টন: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
কার্যালয়ের ভেতরে কয়েকজন নেতা অবস্থান করছেন। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।