শাফিক আফতাব এই রকম বর্ষার দিন ছিলো তোমার পড়নে আকাশী রংয়ের শাড়ি ছিলো ম্যাচ করে পড়া ঘটিহাতা ব্লাউজ ছিলো তার ভিতর পুলকের ঘ্রাণ ছিলো তোমার পাশে ছিলাম আমি : আমাদের ভিজিয়ে দিয়েছিলো বৃষ্টির পানি। আমাদের ভিজতে দেখে জলবতী মেঘের কনা অঝোর ঝরছিলো সেইদিন সারাদিন আমাদের যৌবন তুলেছিলো ফনা : ভিজিয়ে গিয়েছিলো তোমার সেই জমিন। বর্ষা আজো আসে, মেঘেরা গলে, গুড়গুড় ডাকে দেয়া বৃষ্টির ঝাটেঁ কেঁপে আমাদের বহুদিনের বেকার হিয়া সেই বর্ষায় ভিজতে আজও ধরে ভীমরতি : ঘটিহাতা ব্লাউজ পড়ে এসো আবার আমার প্রতীতী। ২৮.০৬.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।