আমার কিছু আপনজনেরা সাগার-রুনি ব্যাপারটি তে আমার আগ্রহ দেখে অবাক হয় অথবা উপহাস করে এই বলে যে, কত লোকই তো রোজ এমন হচ্ছে, আমি কেন ওইসব ব্যাপারে প্রতিবাদ করি না, প্রতিবাদ করে আমরা কিছুই করতে পারব না, তাই প্রতিবাদ করার দরকারটা কি? তাদের জন্ন উত্তর
না,সাগর-রুনির ঘটনাটি সাধারণ নয় বলে আমি মনে করি। কারন, স্বামী-স্ত্রি দুজনেকেই তাদের নিজেদের বাসায় তাদের ছোট শিশুর উপস্থিতিতে খুন করা হয়েছে নৃশংস ভাবে।
মিডিয়া তে অন্য ঘটনাগুল এভাবে আসেনি, আমি জানতে পারলে একই ভাবে ওদের জন্যও দাঁড়াতাম।
এখন একই সংগে আমি অন্য সাংবাদিক হত্যাকাণ্ডের জন্যও দাঁড়াইয়েছি। কারন সাংবাদিক এর মাধমেই আমরা সাধারণ লোকেরা অনেক কিছু জানতে পারি।
আমি যততুকু চিন্তা করে দেখেছি তাতে, সাগার-রুনি কে ভাল মানুষ বলে মনে হয়েছে এবং ভাল মানুষের মৃত্যুতে সবাই দুঃখিত হয়। এরা কোন রাজনৈতিক দলের ছিল না, এরা কোন বড় ব্যাবসায়ি ছিল না, তবে কেন তাদের প্রতি এই অন্যায় করা হল। কারন অতি পরিষ্কার, কারন তাদের কাছে কোন তথ্য ছিল যা বের হলে ওইসব অন্যায়কারীদের অসুবিধা হবে।
আমি প্রবাসী বাংলাদেশি এবং অনেক সময় অতীতে ভেবেছিও যে দেশে ফিরে দেশের জন্য কাজ করব। কিন্তু ফিরে যেয়ে সাগার-রুনির এই পরিনতি দেখে আমার মত অনেকেই হয়তো সেই স্বপ্নটিকে অন্যরকম ভাবে চিন্তা করছেন।
সাগার-রুনি কে হত্যা করা আমাদের স্বপ্ন কে হত্যা করা।
অন্য কোন হত্যাকাণ্ডের বিচার হয়নি বলে আজ আমরা যদি সব ব্যাপারেই প করে থাকি তাহলে আমি আমার বিবকের কাছে অন্তত একটি ব্যাপার নিয়ে শুদ্ধ থাকতে পারব না। আপনজনেরা, বিবকের কাছে আমার এই শুদ্ধ থাকার স্বার্থপরতাকে একটু ক্ষমাসুন্দর চোখে দেখুন।
একটি হত্যাকাণ্ডের জন্য আমি দাঁড়িয়েছি আজ, আরেকদিন আপনি হয়তো আরেকটি অন্যায় হত্যাকাণ্ডের জন্য দাঁড়াবেন। এমন করেই আমরা প্রতিবাদ করি চলুন।
কোথাও তো
শুরু করতে হবে, কাউকে তো শুরু করতে হবে।
সবশেষে, দুনিয়ার সব জায়গায় নিরপরাধ অসহায় মানুষের প্রতি অন্যায় – এর প্রতি আমার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।