আমাদের কথা খুঁজে নিন

   

৩ বছরে পদার্পণে দূর্যোধন দা' এখন স্যুট-কোট-টাই পড়া ব্লগার

ফ্রি.....ড.....ম!!!!! দুই বছর সফলভাবে পার করলেন ক্লিন ইমেজ ব্লগার দূর্যোধন কঠিন রসে ভরপুর রম্য, ম্যুভি প্রেমি দূর্যো দা সফল রিভিউকার ও বটে যার প্রমাণ তিনি তার ম্যুভি রিভিউ গুলোতে সফলভাবেই দিয়েছেন। এছাড়া এমন 'ভৃত্যসুলভ' বন্ধুত্ব নয়,শক্ত প্রতিকার ও প্রতিবাদ চাই! নামক পোস্টটি স্টিকি না হলেও যথেষ্ট মর্যাদা বহণ করে। শুভেচ্ছা নিন, প্রথম বছর হাফপ্যান্ট ছেড়ে বর্ষপুর্তিতে ফুলপ্যান্ট পড়া এবং এবছর মানে রাত ১২টার আগ পর্যন্ত শুধু ফুলপ্যান্ট পড়ে ঘুরে বেড়ানো দূর্যো দা আজ থেকে স্যুট -কোট টাই পড়া ব্লগার সামনের সময়গুলোতে আশা করি আরো ধারালো পোস্ট পাবো  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।