আমি নতুন কিছু পড়তে ভালবাসি আইন শৃঙ্খলা ভাল আছে গত দশের চেয়ে, এই কথাটি বলেছেন মোর দেশের এক মেয়ে। প্রতিষ্ঠানে হত্যা সে তো বিচ্ছিন্ন ঘটনা, ওটা তেমন কিছু নয় মিডিয়ার রটনা। একটাই মাত্র খুন হয়েছে ফারুক ভাই আমাদের, সেই সুযোগে মৌলোবাদের সাফ করেছি ঢের। সীমান্তে যে মানুষ মরে তাতে মোদের কি, ঘটছে ঘটবে ঘটাবে মোদের দাদাজি। বেডরূমেতে তুমি মরবা এটাই তোমার দোষ, রাস্তায় মরলে দূর্ঘটনা নেই কি তোমার হোঁশ। যেথায় তুমি যখন মর কি হয়েছে তাতে, তোমার জন্য পাহারাদার বসাতে পারবো না রাতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।