আমাদের কথা খুঁজে নিন

   

কবিত,"অচেনা কন্যা"

ভালবাসার মানুষ গুলোকে নিয়ে "কবিতা লিখা" "এক দিন এক পথের ধারে এক মিষ্টি মেয়ে দাঁড়িয়ে ছিল আমার চোখে তার চোখ পড়তে আমার মনটা সে কেড়ে নিল। ............................................ হরিণী চোখ দুটো মায়ায় ছিল ভরা ঐ চোখেরী দুষ্টু চাওয়ায় আমি দিলাম ধরা। ......................................... আলতা ছিল দুটি পায়ে আর এক পায়ে ছিল পায়েল মিষ্টি মধুর হাসি দিয়ে আমায় করলো ঘাঁয়েল। .......................................... মেঘ বর্ণের মাথার চুলে যেন প্রজাপতি ছুঁয়েছে তাইতো তাকে ভালবেসে এই মন কাছে চেয়েছে। ......................................... জানীনা তারে কিভাবে বলি আমার ভালবাসার কথা তারি কথা ভেবে ভেবে আমার হৃদয় পাচ্ছে ব্যাথারে.... আমার হৃদয় পাচ্ছে ব্যাথা.... ......................................... মাসুদুর রহমান (খোকন) অরঙ্গাবাদ,দোহার,ঢাকা ........................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।