আমাদের কথা খুঁজে নিন

   

-মজা মারো-

আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম দুম্র জালে ছেয়ে গেছে সব জীবনের মানে কোথায় পাবো বল ? কোথাও কোন শান্তি নেই ঝামেলার কোন শেষ নেই তবুও মন গেয়ে চলে গান ভুলতে গিয়ে মনে করে বসে ভোলা অভিমান রাতে ঘুমে সপ্ন দেখি তুমি শুধু আমার ঘুম ভাঙলেই দেখি,তোমার মুখের ঝারিগুলা শুধু আমার আমার মনে সাহস নাই, রিস্ক নিতে ভয় পাই হার্ট’কে শুধু এটা বুঝায় “বাচ্ছু তুই কাঁদিসনে ভাই” রাস্তার এতো জ্যামের তরে হাটতে গিয়ে হোঁচট খেলে পিছন থেকে ডাকছে যমরাজ পৃথিবীর মায়া ছেড়ে দেরে এক দৌরে বাসা আসলাম,বিছানায় আবার লুটোপুটি খেলাম স্বপ্নের মাঝে আমার বৌ বলছে “জানু,জানু ঘুম থেকে ওঠোনা, তোমার জন্যে কত শখ করে রেঁধেছি,এসো তুমি খেয়ে দেখো না” উফ্‌, হঠাৎ করেই ঘুমটা গেল ভেঙ্গে দেখি মোর প্রিয়তমা স্ত্রী আছে পাশে ঘুমিয়ে ভয়ে ভয়ে ডাকলাম তাকে একটু বললাম, “লেগেছে অনেক ক্ষিদে আমার,খেতে দাও মোরে কিছু” ধুপধাপ করে চেঁচিয়ে উঠে বৌ আমার বললো, পারবো না আমি,নিজে বেড়ে খাও ধূরছাঁই,আমার ঘুমটা করেছ পন্ড ঝারিটা খেয়ে মনে হলো আমার আজকে না হয় খাওয়াটা আমার সপ্নেই ভাল ছিলো তাহলে ঝারিটা হতো না খেতে তবে ভালবাসাটা যেতো না ভেস্তে হায়রে কপাল আর এই কপালের নাম গোপাল নিজের দুখে নিজেই হাসি আজ হা হা করে বারবার আজব দুনিয়া আমায় পেয়েছে,মজা নিচ্ছে বারবার।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।