যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. সেই ছোট থাকতে প্রথম প্রথম রুনা লায়লার গান শুনতাম বিটিভিতে। তখন উনি বেশ জনপ্রিয় শিল্পী হয়ে উঠেছেন। বিশেষ করে তখন তাঁর একটি গান সবার মুখে মুখে। সেই গানটি হল "পান খাইয়া ঠোট লাল করিলাম। " সেই থেকে শুরু এই কিংবন্দন্তী শিল্পীর গান শোনা।
একের পর এক হিট গান উপহার দিয়ে গিয়েছেন উনি।
আসুন, এইবার সেই পুরোনো গানগুলো শুনি আবার।
১। যখন থামবে কোলাহল
২। মাঝি তুমি মাঝ গাঙ্গে
৩।
এই বৃষ্টি ভেজা রাতে
৪। যখন আমি থাকবো না গো
৫। সুখ তুমি কি
৬। স্বাধীণতা
৭। ভালবাসার
৮।
আমায় ভাসাইলে রে
৯। স্বাদের লাউ
১০। ইস্টিশনের রেল গাড়িটা
১১। পান খাইয়া ঠোট লাল (আসল ভিডিও পাচ্ছি না কোথাও)
১২। গানেরই খাতায়
১২ টি গান দিয়ে এই পোস্টের এখানেই সমাপ্তি টেনে দিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।