আমাদের কথা খুঁজে নিন

   

এমন যদি হতো! -সুমাইয়া বরকতউল্লাহ্

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন বাড়াবাড়ি মারামারি হচ্ছে না আর দেশে কর্ম নিয়ে বাড়াবাড়ি, শুরু অবশেষে বড় বড় দলের নেতা, এক হয়েছে এসে ‘কাজ করব মনে-প্রাণে,’ বলছে তাঁরা হেসে হাসি দেখে তাঁদের মুখে, হাসছে দেশবাসি হাত বাড়িয়ে বলছে তাঁরা, থাকব পাশাপাশি ভাঙবেনা আর এই একতা, কোনো হিংসা-দ্বেষে নামল সবাই গোঞ্জা মেরে কর্মবীরের বেশে বইছে এখন দেশের পালে, উন্নয়নের হাওয়া বলছে হেসে আমজনতা, এইতো ছিল চাওয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।