C:\Users\asusmobile\Desktop\FF.jpg সুখবর!!! গ্রামীনফোন থেকে ১৪ লক্ষ টাকার লটারী জিতে গেছি!!!
(কিন্তু টাকা তুলতে যাবো না)।
বিশদ বিবরন:
সকালে বসে কাজ করছি। ঠিক ১১টার দিকে একটা কল আসলো। অচেনা নম্বর দেখে ভাবলাম, ধুর ছাই কে না কে আবার ফোন করল?!! তাও মনে হলো ফোনটা ধরি, গুরুত্বপূর্ন ফোন হতে পারে। যাই হোক এক বার সৃষ্টিকর্তাকে স্মরণ করিয়া, কলটা রিসিভ করিয়া ফেলিলাম।
আয় হায়!!! কি বলে??!
গ্রামীনফোনের কাস্টমার কেয়ার থেকে ফোন। লটারী কিনেছিলাম, ওটায় জিতে গেছি।
মোট টাকা জিতেছি ১৪ লক্ষ ৫০ হাজার!!!!!!!! আমি তো শেষ!!!
এরপর আমাকে বলা হলো, এখুনি এই ফোনেই কল ব্যাক করতে
তো করলাম কল ব্যাক! কল করতেই গ্রামীন ফোনের বাজনা বাজতে থাকল। রিসিভার নিজেকে "শাকিল আহমেদ" বলে পরিচয় দিলেন। জানালেন, লটারীতে আমার নম্বরটি ২য় স্থান লাভ করেছে।
এই সুবাদে আমাকে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা দেয়া হবে। আমি চাইলে ক্যাশ, ব্যাংক ট্রান্সফার অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে টাকা রিসিভ করতে পারি। (কি বলে?? কুরিয়ার দিয়ে ১৪ লক্ষ টাকা? )
যাই হোক আমি বললাম "আমি কি টাকাটা আপনাদের অফিসে এসে রিসিভ করতে পারি?"। সে বলল, অবশ্যই! আমার নাম জানা হলো, বাবার নাম জানা হলো, কোন জেলা - সেটাও বললাম। এর পর বলা হলো, আমাকে ৩টি ফর্ম পূরণ করতে হবে।
সেটা পূরণের পর, আমার নামে একটি নম্বর আসবে। সেই নম্বর নিয়ে আমার সাথে দেখা করানো হবে ----- গ্রামীনফোনের চেয়ারম্যান ড: ইউনুসের সাথে
( what the f*** এর ইমো হবে)।
একথা শুনেই আমি বুঝলাম ফোন রাখার সময় হয়েছে। তো তাও বললাম, "আপনাদের গুলশানের গ্রামীনফোনের ঠিকানাটা একটু বলবেন?" সে কেমন যেন এড়িয়ে গেল। আমাকে বলল, ঐ ফরম গুলো পূরণ মাফিক আমাকে এখন ১০০০টাকা ঐ নম্বরে ফ্লেক্সীলোড করতে হবে - তাও আবার ১০ মিনিটের মধ্যে!!!!!!! I was like sigh মনে হলো ১৪ লক্ষ জিতলাম, তাও ভুয়া??! যাই হোক, তাকে ভদ্রভাবে বললাম, "দেখুন এখন আমি টাকা দিতে পারব, কিন্তু ফ্লেক্সীলোড করা সম্ভব নয়, তাও আবার ১০ মিনিটে, আমি আপনাদের অফিসে এসে ১০০০টাকা দিয়ে যাই।
আপনাদের গুলশান অফিসের ঠিকানাটা কি বলবেন একটু??? "। সে বলে "১০ মিনিটের মধ্যে না করলে, সিরিয়াল নষ্ট হয়ে যাবে, এবং আপনার পরের জন পেয়ে যাবে"। (আবার ঠিকানার কথা এড়ায় গেলো)। আমার রাগে তখন...
যাই হোক ভদ্রভাবে ফোনটা রেখে দিলাম। একটা কু-শব্দও উচ্চারন করিনি!
ওমা ১ মিনিট পরেই আবার সেই ফোন দিল
"আপনি ফোন রিসিভ করছেন না কেন??" সরাসরি আক্রমন।
আমি বললাম " রিসিভ করছি না মানে?? আমিই তো কল করে কথা বললাম একটু আগে" ( এত মানুষরে কল দিসে যে এখন আর তাল মিলাইতে পারতেসে না, কার দিসে কোন নম্বরে দিসে, কোন ইয়ত্তা নাই)
"যাই হোক আপনি এখনই ১০০০টাকা ফ্লেক্সী করতে পারবেন?" খুব রাগত স্বরে উনি বললেন। আমিও বললাম "আমি আগেই বলেছি, এভাবে টাকা পাঠানো আমার পক্ষে সম্ভব নয়"।
সে কোন কথা না বলে টুক করে ফোন কেটে দিল!!!
এতক্ষনের সম্পর্কটা এভাবে নষ্ট করে দিল????
যাই হোক, আপনারা যারা এইরকম লাখোপতি হতে চান, তারা এই নম্বরে কল করুন
উনার নম্বর: ০১৭-৬৮২৫-৫৪৪৯
এখানে ফোন করে গালি দিবেন না। বলবেন, আপনি লটারী জিতেছেন, এবং আপনার বলা হয়েছিল এই নম্বরে কল করতে। তখনি দেখবেন, কি মজা!!!!
বি:দ: যে কথা বলছিল, তার গলায় একজন কাস্টমার কেয়ারারের টানই ছিল, আমার কেন যেন মনে হলো, এই ব্যক্তি কোন ফোন কোম্পানিতে কাজ করে অথবা ইতিপূর্বে করেছে!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।