ৃৃৃৃৃ তুমিও কি তাই??????? গারহ আধাঁরে নিজেকে যখন অচেনা লাগে,তখন চিনেছি তোমায়;নিজের ছায়াটি যে মুহূর্তে পরবাসী হয় সেদিন সেই মাহেন্দ্র ক্ষণে ,তোমায় পেয়েছি কামসূত্রে, উত্তপ্ত নিঃশ্বাস দ্রবীভূত হয় নিঃশ্বাসে; জানালার বাইরে ,সেদিন কাল বৈশাখী উত্তাল হয়ে উঠে ছিল কিনা,খেয়ালের অতীত; জানালার এপাশটায় হানা দিয়ে ছিল নিশ্চিত। প্রত্যাশিত সে ছিল এক মায়াবী রজনী; ঝাঁঝাঁলো অন্ধকারে আমি সেদিন মৃদু বজ্জ্র পাতে পুড়েছি, তুমিও কি তাই??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।