আমি তোমার দরজার কড়া ধরে নাড়ছিলাম ...তুমি একবারও খুলে দেখলে না কে ?? যখন খুললে তখন আমি চলে যাচ্ছিলাম , তুমি আর আমাকে পিছনপানে ডাকলে না । অবেলার এক ভর দুপুরে তোমাতে আমাতে দেখা হল... পাশে বসলে কথাও বললে কিন্তু একবারও আমার চোখ...ের পানে চোখ রাখলে না ,কারন তুমি জানতে বর্ষাস্নাত আমার দু'চোখ... যেকোনো সময় উপচে পড়বে। যখন তোমার হাত ধরার জন্য আমার হাতটা বাড়ালাম তুমি গুঁটিয়ে নিলে তোমার হস্তযুগল... উঠে বললে তাড়া আছে আমি আজ যাই... বুঝলাম মায়া হরিণীর মন আর আমার পানে নেই, লেলুয়া বাতাসে বহমান। হটাত চারিদিকে আঁধার ঘনিয়ে এল...বাতাসে তোমার চুল উড়ছিল । ঝড়ো বাতাসে শিউলি কণাগুলো ঝরে পড়তে লাগল। খসে যাওয়া তারার মত। চারটা সাদা পাপড়ি আর একটা কমলা বোঁটা... সহজ সুন্দরগুলোকে তুমি মাড়িয়ে যেতে লাগলে...কেন যেন নিজেকে মনে হল ঝড়ে পড়া শিউলি কণা, তাইতো খোপায় তুললে না... dedicated to--@Rahul Das n Don Ratul
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।