ছুটি শেষে দেশ ছেড়েছি প্রায় ১০ দিন। এরই মাঝে দেশের টান কি তা বুঝতে পারছি। দেশের বাইরে না এলে এটা মনে হয় বোঝা যায় না। অচেনা পরিবেশ, বিদেশ বিঁভুইয়ে নিঃসঙ্গ ল্যাপটপে বেজে চলেছে আশিকুজ্জামান টুলুর সেই প্রিয় গান এই দূর পরবাসে.... শুনেছি টুলু বিদেশে থাকাকালীন সময়ে গানটির কম্পোজিশন তার মাথায় আসে। কোন অবস্থার প্রেক্ষিতে গানটি তার মাথায় এসেছিল বিদেশে বসে কিছুটা টের পাচ্ছি। দেশে থাকার সময় অনেকবার গানটা শুনেছি কিন্তু এবার মনে হচ্ছে গানটির প্রতিটি কথাই লেখা হয়েছে আমার জন্য। লিরিকঃ এই দূর পরবাসে তারাগুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো এই দূর পরবাসে তারাগুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড় বেশি এলোমেলো এই দূর পরবাসে তারাগুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মনে পডে যায় বন্ধুদের আড্ডামুখর প্রহর তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর মনে পডে যায় বন্ধুদের আড্ডামুখর প্রহর তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর সেখানে হয়ত সবাই ব্যস্ত মেলেনা সময় তবু সেখানে ফিরে যেতে চায় ফেরারী হৃদয় এই একাকী জীবন ভাল লাগে না আমার বিষন্ন দিনের শেষে বিষন্ন রাতের শেষে এই দূর পরবাসে তারাগুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড় বেশি এলোমেলো এই দূর পরবাসে তারাগুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মনে পড়ে যায় কখনও পুরনো তোমাকে প্রতিটি কষ্টে মাখা দিনের ফাঁকে মনে পড়ে যায় কখনও পুরনো তোমাকে প্রতিটি কষ্টে মাখা দিনের ফাঁকে হয়ত বদলে গেছ, হয়ে গেছ অচেনা তুমি তবু তোমাকেই ফিরে পেতে চাই ভোরের আলোয় এই একাকী জীবন ভাল লাগে না আমার বিষন্ন দিনের শেষে বিষন্ন রাতের শেষে এই দূর পরবাসে তারাগুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো এই দূর পরবাসে তারাগুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড় বেশি এলোমেলো এই দূর পরবাসে তারাগুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।