আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম শুষ্ক মরুভূমির কাছে একটা শুধু আশা দিয়ে দাও তুমি রক্তের দামে কিনা,আমার ভালোবাসা আমি আজ অনেক একা আমার প্রিয়া ছাড়া প্রিয়া আমার কাঁদে একা শুষ্ক বালুচরে এক আকাশ বৃষ্টিরজল দিও তুমি তারে আমি না হও ভালবেসে যাবো হৃদয়অশ্রু ভোরে আবিরের রঙ মাখানো প্রিয়ার মুখের হাসি দেখে যদি মরতে পারি যতদিন বাঁচি সুখ যদি নাহি দিতে পারি দুঃখ দিতে চাহি না কত ভালবাসতো মোরে এই হৃদয়ও তা জানে না ভিজে আজ রক্তস্নাত হৃদয় আঙ্গিনা তুমি কি দেখতে পাচ্ছ প্রিয়া,আমার হৃদয় আয়না সময় আজ কোথায় এনেছে আমায় ভূলে ভরা জীবনের অন্ধ মায়ায় জীবনের শ্রী তুচ্ছ আজ তোমায় ছাড়া কেন তুমি চলে গেলে আমায় করে পথহারা রিক্ত হাতে বসে আছি অন্ধ দিগন্ত পাড়ে শূন্য হৃদয়ে ঘুরে বেড়াই একা এই অক্লান্ত প্রান্তরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।