আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা তোমার বাক্সবন্ধী ভালোবাসা ... আর আমার ভুলোমনের খেয়াল ... আমার অনিয়মের বেড়াজালে জড়ানো ... তুমি ও তোমার স্বপ্নরঙের দেয়াল ... আমি, মানুষ বড্ড ভোলা ... একটু ছন্নছাড়া ... এদিক ওদিক একটু হলেই... কন্ঠ তোমার কড়া ... ভালোবাসার সারমর্ম জীবিত এই এখানে ... তুমি আমি আর ঝগড়াঝাটি ... সঙ্গীসাথি সেখানে ... না হয় দিলাম একটু ফাকি ... না হয় করি দেরি ... তাই বলে কি পাখিটা তুমি ... দেবে আমার সাথে আড়ি ... ... ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।