আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো মুঠির ভেতর বালুর মতোন করে এই শহরে মানুষ দিয়ে ভরা, একলা হাঁটি শেকড় ছেঁড়া আমি, যায় না ছোঁয়া, যায় না আমায় ধরা। পাশ কাটিয়ে যায় আমাকে রোজ মানুষ গুলো, ব্যস্ত তারা খুব, নিজের কথা ভাবার সময় নেই, তোর ভেতরে এমন আমার ডুব। ভিড়ের ভেতর হাজার খানেক মুখ, তোকেই কেনো খোঁজে আমার চোখ? জানিস আমায় পাগল বলে সবাই; খামখেয়ালী বলে পথের লোক? শাখার থেকে আস্তে খসে পড়া হতাম যদি একটা এমন পাতা বাতাস আমায় উড়িয়ে নিয়ে যেতো তোর জানালায় লুটাতাম অযথা। বুকের ভেতর হচ্ছে ধুকুপুকু, ঝাঁঝরা করে দিচ্ছে ভেতর থেকে, শ্বাসের সাথে জমাট অভিমান - পেছন থেকে কেউ ওঠে না ডেকে। বিষের ভারে নীলচে হওয়া হৃদয় হঠাত হঠাত থমকে যেতে চায়, আমার ভেতর সমস্তটাই তুই শুন্য খোলস- মরতে চাওয়ার দায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।