আমাদের কথা খুঁজে নিন

   

ঠিক তখনি ভেবে নিও

খুশি ভরা মহলের মাঝে হঠাৎ করেই কি একটু আনমনা লাগে? হাজারো মানুষের ভীরে হঠাৎ করেই কখনো কি একাকি লাগে? ঠিক তখনি ভেব মনের ঘরে উঁকি দিয়ে........ আকাশের গাঁয়ে যখন উঁকি দেয় ফুটফুটে জোৎস্না একটু আলোর স্নিগ্ধ পরশ তোমার গালে কি দেয় ছুঁয়ে অন্ধকারের তারাগুলির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখনো কি দেখেছ একটি তারার ছুটে চলা দলছুট হয়ে? ঠিক তখনি দেখ চারিধার খুঁজে নিয়ে........ দুপুরের ঝা ঝা রোদের মাঝে পথ চলতে মিস্টি হিমেল হাওয়া ঝাপটা ছুঁয়ে যায় তোমার চারিধারে কিংবা ঝড়ো হাওয়ার পাগলা দিনে হঠাৎ করেই থমকে দাঁড়ায় বাতাস তোমাকে ঘিরে। ঠিক তখনি ভেব মনের ঘরে উঁকি দিয়ে........ ধু ধু নীলাকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটি সাদা মেঘের ভেলা যেন দেখা যায় সবুজ প্রান্তরে চড়ে বেড়ানো হরিণের দলের মাঝে একটি হরিণ হঠাতই থমকে ওঠে চমকে চায়। ঠিক তখনি দেখ চারিধার খুঁজে নিয়ে........ ঠিক তখনি ভেবে নিও ঠিক তখনি বুঝে নিও । ঠিক তখনি ভেবে নিও আমি দেখছি তোমায় চোখ বুঁজে অনেক দূর হতে তোমাকেই ভেবে। ঠিক তখনি বুঝে নিও আমি ডাকছি তোমায় মনে মনে অনেক দূর হতে তোমাকেই ভেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।