আমাদের কথা খুঁজে নিন

   

"" বাঁচবো রে বাঁচবো ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলাদেশ গড়ব… ""

ভালো মানুষ হবার জন্য ভালো ছাত্র হতে চাই..সেটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাত্র... দেশের জন্য প্রাণ উৎসর্গ করা অসংখ্য শহীদ মুক্তিযোদ্ধা ও কোনদিন আর ফিরে না আসা মানুষদের জন্য শোক আমাকে ভয়ঙ্কর আর্ত করে তোলে...এ দেশে না জন্মালে আমি কি কখনো এই অবিস্মরণীয় মহান আত্মত্যাগ এত কাছে থেকে কখনো উপলব্ধি করতে পারতাম??? এ দেশে জন্মেছি বলেই তো পাক হানাদার বাহিনীর বর্বরতা, যুদ্ধাপরাধী রাজাকার ও আলবদরের নৃশংস নিষ্ঠুরতা আমাদের চ্যালেঞ্জের মুখোমুখী করতে পেরেছে। এ দেশে বেড়ে না উঠলে প্রতিরোধ ও স্বাধীনতার মহান সংগ্রামের আবেগ কখনো আমার মধ্যে সংক্রমিত হতো না। বুদ্ধিজীবীদের নিষ্ঠুরভাবে হত্যার শোক ও বিধূর ও ঘৃণ্য স্মৃতি আমাকে আক্রান্ত করতো না। এ দেশে না জন্মিলে রবীন্দ্রনাথের গল্প, কবিতা ও গানের মর্ম চিরকাল আমার অগোচরে থেকে যেতো। এ দেশে না জন্মালে নজরুলের গান শুনে আমার কখনো অসমান্য অনুভূতি হতো না।

জীবনানন্দের কবিতা পাঠে নান্দনিক আবেগ জাগার সুযোগ ঘটতো না। জসীমুদ্দিন, শামসুর রাহমান ও আল মাহমুদের অসমান্য দ্যুতিময় রচনাগুলো পড়ার সুযোগই ঘটতো না। এ দেশে না জন্মালে জয়নুল, কামরুল ও এসএম সুলতানের অসম্ভব সব শিল্পকৃতী আমাকে কখনো মুগ্ধ করে তুলতো না। কিন্তু এ দেশের বর্তমান সময়ে প্রচলিত রাজনেতিক কালচার আমাদেরকে এক অভিভাবকহীন জাতিতে পরিণত করেছে। দেশের অদম্য প্রাণশক্তি এই তরুণ সমাজ রাজনীতির এই বিকলাঙ্গ অবস্থা থেকে বাঁচতে চায়।

তাই দৃপ্ত কন্ঠে বলতে চাইঃ "" বাঁচবো রে বাঁচবো ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলাদেশ গড়ব… "" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।