বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. । বিশ্ব নাট্য দিবস ২০১২ দুর্নীতি বিরোধী লোকনাট্য উৎসব। সুধী, ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে টিআইবি ঢাকার সোহরাওর্য়্যাদী উদ্যানের মুক্ত মঞ্চে ২৭-২৮ মার্চ ২০১২ দুই দিন ব্যাপি দুর্নীতিবিরোধী নাট্য উৎসব-এর আয়োজন করেছে। দুই দিনের এ আয়োজনে টিআইবি এর অনুপ্রেরণায় গঠিত ইয়েস নাট্যদল সহ দেশের বিভিন্ন অঞ্চলের লোকজ সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। উৎসবে আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। সুচি: ২৭ মার্চ, ১২ ০৪:০০-০৪:২০ মি. : উদ্বোধনী অনুষ্ঠান ০৪:২০-০৫:২০ মি. : জারিগান, মানবাধিকার নাট্য পরিষদ জারি দল, হোসেনপুর। ০৫:২০-০৬:২০ মি. : নাটক'শ্রীকৃষ্ঞ কীর্তন, মনিপুরী থিয়েটার, মৌলভীবাজার ০৬:২০-০৮:২০ মি. : যাত্রা 'স্বাধীন সুলতান ইলিয়াস শাহ' দেশ অপেরা, ঢাকা। ২৮ মার্চ, ১২ ০৪:৩০-০৪:৪৫ মি. : অতিথিদের বক্তব্য ০৪:৪৫-০৫:৪৫ মি. : সঙযাত্রা, মহাদেব সঙযাত্রা দল,কালিহাতী। ০৫:৪৫-০৬:৩০ মি. : আদিবাসী পরিবেশনা, মারমা শিল্পি, গোষ্ঠী, বান্দরবান ০৬:৩০-০৭:৪০ মি. - দুর্নীতিবিরোধী নাটক'সঙ এর বিধান', ঢাকা ইয়েস নাট্যদল স্থান: উন্মুক্ত মঞ্চ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা(রমনা কালী মন্দির সংলগ্ন) তারিখ:২৭-২৮ মার্চ.২০১২ সবাইক আমন্ত্রণ জানাচ্ছি এই আয়োজনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।